০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

অধ্যাপক আফরোজা সুলতানা আর নেই

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০২:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • 108

ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আফরোজা সুলতানা আর নেই।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বিসিএস ১৩ তম ব্যাচের শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মি. ইমন।

তিনি জানান, বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৭ টা ১৫ মিনিটে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বোনের মৃত্যু হয়।

এর আগে ব্রেন হেমারেজ সংক্রান্ত জটিলতায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অধ্যাপক আফরোজা সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার অবস্থার অবনতি হলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে অধ্যাপক আফরোজা সুলতানার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন বলেন, অধ্যাপক আফরোজা সুলতানা সবার কাছে অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি ও সুমিষ্টভাষী ছিলেন। তার এই অকাল প্রয়াণ আমাদের শিক্ষা পরিবারের জন্য বিরাট এক ক্ষতি। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এছাড়া অধ্যাপক আফরোজা সুলতানার মৃত্যুতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু তাহের পাটোয়ারি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.মোঃ আব্দুল কুদ্দুস সিকদার ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

অধ্যাপক আফরোজা সুলতানা আর নেই

প্রকাশিত : ০২:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আফরোজা সুলতানা আর নেই।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বিসিএস ১৩ তম ব্যাচের শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মি. ইমন।

তিনি জানান, বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৭ টা ১৫ মিনিটে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বোনের মৃত্যু হয়।

এর আগে ব্রেন হেমারেজ সংক্রান্ত জটিলতায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অধ্যাপক আফরোজা সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার অবস্থার অবনতি হলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে অধ্যাপক আফরোজা সুলতানার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন বলেন, অধ্যাপক আফরোজা সুলতানা সবার কাছে অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি ও সুমিষ্টভাষী ছিলেন। তার এই অকাল প্রয়াণ আমাদের শিক্ষা পরিবারের জন্য বিরাট এক ক্ষতি। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এছাড়া অধ্যাপক আফরোজা সুলতানার মৃত্যুতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু তাহের পাটোয়ারি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.মোঃ আব্দুল কুদ্দুস সিকদার ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ