আফগানিস্তানের রাজধানী কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪০ জন আহত হয়েছেন। খবর বিবিসি
দেশটির কর্মকর্তারা জানাচ্ছেন, ওই এলাকাটিতেই ইউরোপিয়ান ইউনিয়ন ও আফগান হাই পিস কাউন্সিলের অফিস অবস্থিত।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে এই হামলা চালায় জঙ্গিরা।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর বিদেশি দূতাবাস ও শহরে পুলিশের সদরদপ্তরে মানুষ আশ্রয় নেয়। এসময় শহরের বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। কর্মকর্তারা বলছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে গেলো সপ্তাহে কাবুলে বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়।


























