জ্যেষ্ঠ সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক এবং অর্থনীতিবিদদের সংগঠন-বাংলাদেশ কলামিস্ট ফোরাম (বিসিএফ) ২০২১ সালের ১লা জানুয়ারী থেকে যাত্রা শুরু করলো। জাতীয় এবং আন্তর্জাতিক সমসাময়িক বিষয় নিয়ে যারা নিয়মিত সংবাদপত্রে কলাম লেখেন, তাদেরকে নিয়ে এ সংগঠন। খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট এবং জীবনীকার সৈয়দ বদরুল আহসান এ সংগঠনের আহবায়ক (কনভেনর) হিসেবে আছেন।
সহ-আহবায়ক (কো-কনভেনর) হিসেবে আছেন খ্যাতনামা লিগ্যাল ইকোনোমিস্ট এবং কলামিস্ট এম এস সিদ্দিকী। এছাড়াও, সুখ্যাতি-সম্পন্ন অর্থনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট মোঃ মাজেদুল হক বিসিএফ-এর এডহক কমিটিতে সদস্য-সচিব (মেম্বার সেক্রেটারী) হিসেবে আছেন।
কনভেনর
সৈয়দ বদরুল আহসান
বিজনেস বাংলাদেশ/ এ আর
























