দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি আজ (সোমবার) রাতেই ওমরাহ করতে মক্কা যাচ্ছেন। তার পছন্দ ধর্ম-কর্ম যতটা সম্ভব নিরবে-নিভৃতে পালন করা। তিনি পবিত্র ওমরাহ করতে যাচ্ছেন এ খবর যেন মিডিয়াতে খবরে না আসে যথেষ্ঠ চেষ্টা করেছেন বিষয়টি গোপন রাখতে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওমরাহ করতে যাবার খবর যাতে চাওর না হয় সেজন্য যতটা সম্ভব নিরবে-নিভেৃতে মক্কা যাবার প্রস্তুতি নিচ্ছেন দেশের ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক। কাছের মানুষদের কাছেও তাই বিষয়টি যতটা সম্ভব আড়াল করে রেখেছেন নড়াইল এক্সপ্রেস।
কিন্তু বিনয়ী ও ভিন্ন মানসিকতার মাশরাফি যতই ওমরাহর বিষয়টি গোপন রাখতে চান না কেন ? তার ওমরাহ করতে যাবার খবর কি আর চাপা আছে। তার আশপাশে সব সময়ই সুহ্রদ ও শুভানুধ্যায়ীর ভীড়। সেখান থেকেই বিষয়টি ছড়িয়ে পড়েছে।
এমন দৃষ্টিভঙ্গি ও মানসিকতা যার, সেই মাশরাফি ওমরাহ করতে যাবার খবর যতটা সম্ভব আড়াল করে রাখবেন, সেটাই যে স্বাভাবিক।


























