১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

টেস্ট দলের দরজাও খুললো হাসান মাহমুদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিসিবি শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবার টেস্ট দলে সাকিব আল হাসান। হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য বিসিবি শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবার টেস্ট দলে সাকিব আল হাসান। হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ১৮ জনের দলে একমাত্র নতুন মুখ তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলো ছড়িয়ে এবার টেস্ট দলে জায়গা করে নিলেন হাসান। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকেই ২৮ রানে ৩ উইকেট নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছিলেন এই তরুণ পেসার। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া হাসান ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেখানে তার শিকার ৩৪ উইকেট।
এদিকে শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলন সাকিব। তবে তিনি শঙ্কামুক্ত। টেস্ট দলে তাকে রেখেছেন নির্বাচকরা। সাকিব সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে ১৫ মাস বিরতির পর আগামী ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতেই পাঁচ দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে প্রত্যাবর্তন রাঙিয়ে পান সিরিজসেরার পুরস্কার। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে দুই দল এখন টেস্টের প্রস্তুতি নিচ্ছে। ক্যারিবয়ীরা এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশের বিপক্ষে। বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

টেস্ট দলের দরজাও খুললো হাসান মাহমুদের

প্রকাশিত : ১২:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিসিবি শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবার টেস্ট দলে সাকিব আল হাসান। হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য বিসিবি শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবার টেস্ট দলে সাকিব আল হাসান। হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ১৮ জনের দলে একমাত্র নতুন মুখ তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলো ছড়িয়ে এবার টেস্ট দলে জায়গা করে নিলেন হাসান। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকেই ২৮ রানে ৩ উইকেট নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছিলেন এই তরুণ পেসার। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া হাসান ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেখানে তার শিকার ৩৪ উইকেট।
এদিকে শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলন সাকিব। তবে তিনি শঙ্কামুক্ত। টেস্ট দলে তাকে রেখেছেন নির্বাচকরা। সাকিব সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে ১৫ মাস বিরতির পর আগামী ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতেই পাঁচ দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে প্রত্যাবর্তন রাঙিয়ে পান সিরিজসেরার পুরস্কার। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে দুই দল এখন টেস্টের প্রস্তুতি নিচ্ছে। ক্যারিবয়ীরা এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশের বিপক্ষে। বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।