এমন পরিস্থিতিতে নতুন বছরে এসে একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। শ্রোতাদের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলছে নতুন ইউটিউব চ্যানেল! নাম ধ্রুব মিউজিক গ্যালারি (ডিএমজি)। যেখানে গান দেখা নয়, ব্যবস্থা হচ্ছে শোনার।
শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি আসিফ আকবরের নতুন গান ‘পাষাণী’ প্রকাশের মধ্য দিয়ে। গানটি লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন মিলন আর সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ জানালেন, ‘ভিডিওর কারণে গানের অডিওর প্রতি মনযোগ কমে যায় বলে কেউ কেউ দাবি তুলছেন।
একটা গানের অডিও যদি কানে থেকে যায়, যদি তা হৃদয়ে জায়গা করে নেয়, আপন মনেই সেই গান লেগে থাকে ঠোঁটের কোনায়। টিকে যায় একটা গানের কথা, সুর ও গায়কীর আবেদন। সেই আবেদনকে স্থায়ী রূপ দিতেই শুরু হচ্ছে ধ্রুব মিউজিক গ্যালারি। দর্শক নয়, এই ইউটিউব প্ল্যাটফর্ম শুধুই শ্রোতাদের জন্য। যারা গান শুনবেন, গানের পুরো অনুভবটা নেবেন এবং ভেসে যাবেন মুগ্ধতায়।’