১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

চলে গেলেন হিলটন ভ্যালেন্টাইন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • 118

না ফেরার দেশে চলে গেলেন ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলসের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন (৭৭)। স্থানীয় সময় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এবিকেসিও মিউজিকের পক্ষ থেকে শনিবার  এক টুইট বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইটে এবিকেসিও মিউজিক বলেছে ‘হিল্টন ভ্যালেন্টাইনের মৃত্যুতে আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।’হিলটনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সহশিল্পী গায়ক এরিক বার্ডন ইনস্টাগ্রামে লিখেছেন, তুমি শুধু গিটার বাজাওনি, তুমি এর মধ্যে জীবন খুঁজে পেয়েছিলে!

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

চলে গেলেন হিলটন ভ্যালেন্টাইন

প্রকাশিত : ১২:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

না ফেরার দেশে চলে গেলেন ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলসের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন (৭৭)। স্থানীয় সময় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এবিকেসিও মিউজিকের পক্ষ থেকে শনিবার  এক টুইট বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইটে এবিকেসিও মিউজিক বলেছে ‘হিল্টন ভ্যালেন্টাইনের মৃত্যুতে আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।’হিলটনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সহশিল্পী গায়ক এরিক বার্ডন ইনস্টাগ্রামে লিখেছেন, তুমি শুধু গিটার বাজাওনি, তুমি এর মধ্যে জীবন খুঁজে পেয়েছিলে!