১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

সায়েরা রেজার নতুন গান পরান পাখি ময়না

চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডের সেরা ফোক শিল্পী সায়েরা রেজার জন্মদিন ১ ফেব্রুয়ারী। এ দিনটিকে স্মরনীয় করে রাখতে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সায়েরা রেজার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘পরান পাখি ময়না’ নামের একটি মৌলিক গান। ফোক রোমান্টিক ধাঁচের এ চমৎকার গানটি লিখেছেন জাহাঙ্গীর রানা এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শান। ২০২১ সালে এটি নিয়ে সায়েরার ২টি মৌলিক গান প্রকাশিত হবে। এর আগে, বছরের প্রথম দিনে বের হওয়া সুফী-রক ঘরানার ‘দিওয়ানা মাস্তানা” গানটি ইতোমধ্যে শ্রোতা মহলে সাড়া ফেলেছে। শিল্পীর আশা নতুন গানটিও গানপ্রেমীরা সাদরে গ্রহণ করবেন। ‘ধার ধারিনা পাড়া পড়শির’, ‘ওরে সোনা’, ‘না না না তা হবে না’, ‘আসাম যাবো’-সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী সায়েরা রেজা ২০২০ সালে দেশের সেরা ফোক গায়িকা হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড অর্জন করেন।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

সায়েরা রেজার নতুন গান পরান পাখি ময়না

প্রকাশিত : ১২:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডের সেরা ফোক শিল্পী সায়েরা রেজার জন্মদিন ১ ফেব্রুয়ারী। এ দিনটিকে স্মরনীয় করে রাখতে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সায়েরা রেজার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘পরান পাখি ময়না’ নামের একটি মৌলিক গান। ফোক রোমান্টিক ধাঁচের এ চমৎকার গানটি লিখেছেন জাহাঙ্গীর রানা এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শান। ২০২১ সালে এটি নিয়ে সায়েরার ২টি মৌলিক গান প্রকাশিত হবে। এর আগে, বছরের প্রথম দিনে বের হওয়া সুফী-রক ঘরানার ‘দিওয়ানা মাস্তানা” গানটি ইতোমধ্যে শ্রোতা মহলে সাড়া ফেলেছে। শিল্পীর আশা নতুন গানটিও গানপ্রেমীরা সাদরে গ্রহণ করবেন। ‘ধার ধারিনা পাড়া পড়শির’, ‘ওরে সোনা’, ‘না না না তা হবে না’, ‘আসাম যাবো’-সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী সায়েরা রেজা ২০২০ সালে দেশের সেরা ফোক গায়িকা হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড অর্জন করেন।