পারিবারিক বিরোধের জের ধরে ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ বিস্ফোরণের ঘটনায় গাজা উপত্যকায় কমপক্ষে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ঝগড়া চলার সময় পরিবারের এক সদস্য একটি গ্যাস ক্যানিস্টারে আগুন ধরিয়ে দিলে তা বিস্ফোরিত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গাজা উপত্যকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাতজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে,এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণে দুইতলা বিশিষ্ট ভনটির ভয়াবহ ক্ষতি হয়েছে।


























