০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

রেকর্ডের পথে ‘শিল্পী’

সময়ের আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবিন অভিনীত যে নাটক কিংবা টেলিছবি ওটিটি প্লাটফর্মে প্রকাশ করা হচ্ছে, সেটিই আলোচনার শীর্ষে চলে আসছে। এখন পর্যন্ত যে অবস্থা ও গতিবিধি, এতে দেশের সবচেয়ে ঈর্ষণীয় রেকর্ড গড়ার পথে তাদের নতুন নাটক ’শিল্পী’। সিএমভি প্রযোজিত মহিদুল মহিম পরিচালিত এই নাটকটি দেশের দ্রুততম কোটি ভিউয়ের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গড়তে পারে নতুন রেকর্ড। একজন গায়কের জীবন নিয়ে তৈরি এই নাটকটি দেশজুড়ে দর্শক মাতিয়ে যাচ্ছে, ভাইরাল হয়েছে অন্তর্জালের সব শাখায়। বিশেষ করে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে দর্শকদের টিকটক ও ডাবসম্যাশ এখন শীর্ষ ভাইরাল গানের একটি। দুই তারকার এমন সফলতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের পাশাপাশি অনেক তারকা নাটকটির প্রতি তাদের ভালোবাসার মত প্রকাশ করছেন। গত ১৮ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় ‘শিল্পী’। গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটি ইউটিউবে অতিক্রম করেছে ৮০ লাখ ভিউয়ের ঘর। এর মধ্যে লাইক পড়েছে তিন লাখেরও বেশি আর কমেন্ট পড়েছে ২০ হাজারের মতো। নাটকটির এমন গতিতে দারুণ উচ্ছ্বসিত আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, নির্মাতা মহিম, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুসহ সংশ্লিষ্ট সবাই।

ট্যাগ :

রেকর্ডের পথে ‘শিল্পী’

প্রকাশিত : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

সময়ের আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবিন অভিনীত যে নাটক কিংবা টেলিছবি ওটিটি প্লাটফর্মে প্রকাশ করা হচ্ছে, সেটিই আলোচনার শীর্ষে চলে আসছে। এখন পর্যন্ত যে অবস্থা ও গতিবিধি, এতে দেশের সবচেয়ে ঈর্ষণীয় রেকর্ড গড়ার পথে তাদের নতুন নাটক ’শিল্পী’। সিএমভি প্রযোজিত মহিদুল মহিম পরিচালিত এই নাটকটি দেশের দ্রুততম কোটি ভিউয়ের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গড়তে পারে নতুন রেকর্ড। একজন গায়কের জীবন নিয়ে তৈরি এই নাটকটি দেশজুড়ে দর্শক মাতিয়ে যাচ্ছে, ভাইরাল হয়েছে অন্তর্জালের সব শাখায়। বিশেষ করে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে দর্শকদের টিকটক ও ডাবসম্যাশ এখন শীর্ষ ভাইরাল গানের একটি। দুই তারকার এমন সফলতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের পাশাপাশি অনেক তারকা নাটকটির প্রতি তাদের ভালোবাসার মত প্রকাশ করছেন। গত ১৮ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় ‘শিল্পী’। গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটি ইউটিউবে অতিক্রম করেছে ৮০ লাখ ভিউয়ের ঘর। এর মধ্যে লাইক পড়েছে তিন লাখেরও বেশি আর কমেন্ট পড়েছে ২০ হাজারের মতো। নাটকটির এমন গতিতে দারুণ উচ্ছ্বসিত আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, নির্মাতা মহিম, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুসহ সংশ্লিষ্ট সবাই।