০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ছক ভাঙছেন অনন্ত-বর্ষা

নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল ওরফে অনন্ত জলিলকে নিয়ে যত সমালোচনাই হোক না কেন দেশীয় সিনেমার অন্যতম শীর্ষস্থানীয় নায়ক হিসেবেই বিবেচিত তিনি। সেই সঙ্গে বিগ বাজেট এবং নানা চমক দেখিয়ে তথাকথিত বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের ধারাই পাল্টে দিয়েছেন তিনি। ২০১০ সালে তার প্রথম ছবি ‘খোঁজ : ‘দ্য সার্চ’-এর অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে চলচ্চিত্রে নতুন দিগন্তের উন্মোচন করেন তিনি। ইফতেফার আহমেদ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মডেল অভিনেত্রী বর্ষা। শুধু তাই নয়, খোঁজ : দ্য সার্চ’ ছবির মাধ্যমেই প্রথমবার অনন্ত জলিলের সঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয় বর্ষার। তার এক বছর পরই ২০১১ সালের ২৩ ডিসেম্বর বিয়ে করেন অনন্ত জলিল ও বর্ষা। এরপর নিজের প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্ম থেকে যত ছবি নির্মাণ হয়েছে, সবই ব্যবসাসফল হওয়ার পাশাপাশি আলোচনায় এসেছে। প্রায় সব ছবিতেই নায়িকা হিসেবে দেখা গেছে বর্ষাকে। আর মূল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অনন্ত জলিলকে। যে কারণে সবাই প্রায় ধরেই নিয়েছেন, মুনসুন ফিল্মসের ছবি মানেই নায়িকা তার সহধর্মিণী বর্ষা আর কেন্দ্রীয় চরিত্রে অনন্ত জলিল অভিনয় করবেন। কিন্তু দীর্ঘদিনের এই ধারণাকে পাল্টে দিয়ে এবার ছক ভাঙতে যাচ্ছেন এ তারকা দম্পতি। এবার অনন্ত জলিলের ছবিতে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বর্ষা। আর সহশিল্পী হিসেবে থাকছেন অনন্ত জলিল। ছবির নাম ‘নেত্রী : দ্য লিডার’। আর এতেই বর্ষা অভিনয় করবেন নাম ভূমিকায়। যদিও মাস দুয়েক আগে ‘মুক্তি’ নামে একটি সিনেমার মহরত অনুষ্ঠানে মৌখিকভাবে ‘নেত্রী : দ্য লিডার’ ছবির নাম ঘোষণা করেছিলেন অনন্ত জলিল, তবে এবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হলো। রাজধানীর অভিজাত এক রেস্তরাঁয় এ ছবির নানা খুঁটিনাটি তুলে ধরা হয়। সেই সঙ্গে ছবির পরিচালক ও অভিনয়শিল্পী তালিকায় বিশেষ চমক থাকছে বলে জানান অনন্ত। জানা গেছে, বর্ষাকে ঘিরেই নতুন ছবি তৈরি হবে। আর এতে বর্ষার প্রধান নিরাপত্তা কর্মকর্তা বা বডিগার্ড হিসেবে থাকবেন অনন্ত জলিল। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য ও পরিচালনাও করছেন এ নায়ক। যৌথ প্রযোজনায় তৈরি এ ছবিতে থাকছেন আরও দুজন পরিচালক। অনুষ্ঠানে ছবির গল্প প্রসঙ্গে অনন্ত বলেন, ‘নাম দেখে অনেকেই ভেবেছেন, ছবিটি হয়তো প্রধানমন্ত্রী ডেজিগনেশনের কাউকে নিয়ে হবে। তবে তা হলে, অনেক আইনি বিষয় সামনে আসত। আর আমাদের গল্প একটি বিভাগকে নিয়ে। ভারতে যেমন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকেন, যিনি সেই রাজ্যের প্রধান; তেমনি আমাদের বিভাগের একটি মুখ্যমন্ত্রীকে নিয়ে এর গল্প। আমরা বেছে নিয়েছি সিলেটকে। সেখানে এক নেতা মারা যাবেন। তার মেয়ে পার্টির সম্মতিতে নেতা হন। তাকে নিয়েই কাহিনি এগুবে।’ অনন্ত জানান, বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন মুনসুন ফিল্মস। এই সিনেমাতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন, প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। অনন্ত আরও বলেন, ‘আমাদের দেশে অনেকেই দক্ষিণ ভারতীয় মারপিট পছন্দ করেন। এ কারণে তাদের জন্য ওখানকার পরিচালকও থাকছেন এই ছবিতে। ছবির একটি অংশ হায়দরাবাদে হবে। থাকবেন দক্ষিণী পরিচালক উপেন্দ্র মাধব। তুর্কি প্রযোজকের পছন্দ উনাকে। তিনি আমাকে তার নম্বর দিয়েছিলেন। আমি তার সঙ্গে যোগাযোগ করি। পরে খল অভিনেতাদেরও কনফার্ম করেছি। জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় শুটিং শুরু হবে ‘নেত্রী দ্য লিডার’-এর। ৩ দিন পর টিম যাবে সিলেটে। সেখানে কিছুদিন শুটিং হবে। এরপর ভারতের কাজ শেষ করে পুরো শুটিং হবে তুরস্কে।’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ইলিয়াস কাঞ্চন অভিনয় করবেন উল্লেখ করে অনন্ত জলিল বলেন, এরই মধ্যে তার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছবির গল্পটা আমার পছন্দ হয়েছে।
ছবিটির সঙ্গে আমি থাকছি। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’ স্বামীর ছবি, নাম ভূমিকায় অভিনয় সবকিছু মিলিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়িকা বর্ষা। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব। প্রযোজনার পাশাপাশি ছবির বাংলাদেশ অংশের পরিচালনার দায়িত্বে থাকছেন অনন্ত জলিল; তুরস্ক থেকেও একজন পরিচালক থাকার কথা রয়েছে।’নেত্রী ; দ্য লিডার’ ছাড়াও নতুন আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত-বর্ষার। সে ছবির নাম ‘দিন :দ্য ডে।

ট্যাগ :

ছক ভাঙছেন অনন্ত-বর্ষা

প্রকাশিত : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল ওরফে অনন্ত জলিলকে নিয়ে যত সমালোচনাই হোক না কেন দেশীয় সিনেমার অন্যতম শীর্ষস্থানীয় নায়ক হিসেবেই বিবেচিত তিনি। সেই সঙ্গে বিগ বাজেট এবং নানা চমক দেখিয়ে তথাকথিত বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের ধারাই পাল্টে দিয়েছেন তিনি। ২০১০ সালে তার প্রথম ছবি ‘খোঁজ : ‘দ্য সার্চ’-এর অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে চলচ্চিত্রে নতুন দিগন্তের উন্মোচন করেন তিনি। ইফতেফার আহমেদ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মডেল অভিনেত্রী বর্ষা। শুধু তাই নয়, খোঁজ : দ্য সার্চ’ ছবির মাধ্যমেই প্রথমবার অনন্ত জলিলের সঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয় বর্ষার। তার এক বছর পরই ২০১১ সালের ২৩ ডিসেম্বর বিয়ে করেন অনন্ত জলিল ও বর্ষা। এরপর নিজের প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্ম থেকে যত ছবি নির্মাণ হয়েছে, সবই ব্যবসাসফল হওয়ার পাশাপাশি আলোচনায় এসেছে। প্রায় সব ছবিতেই নায়িকা হিসেবে দেখা গেছে বর্ষাকে। আর মূল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অনন্ত জলিলকে। যে কারণে সবাই প্রায় ধরেই নিয়েছেন, মুনসুন ফিল্মসের ছবি মানেই নায়িকা তার সহধর্মিণী বর্ষা আর কেন্দ্রীয় চরিত্রে অনন্ত জলিল অভিনয় করবেন। কিন্তু দীর্ঘদিনের এই ধারণাকে পাল্টে দিয়ে এবার ছক ভাঙতে যাচ্ছেন এ তারকা দম্পতি। এবার অনন্ত জলিলের ছবিতে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বর্ষা। আর সহশিল্পী হিসেবে থাকছেন অনন্ত জলিল। ছবির নাম ‘নেত্রী : দ্য লিডার’। আর এতেই বর্ষা অভিনয় করবেন নাম ভূমিকায়। যদিও মাস দুয়েক আগে ‘মুক্তি’ নামে একটি সিনেমার মহরত অনুষ্ঠানে মৌখিকভাবে ‘নেত্রী : দ্য লিডার’ ছবির নাম ঘোষণা করেছিলেন অনন্ত জলিল, তবে এবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হলো। রাজধানীর অভিজাত এক রেস্তরাঁয় এ ছবির নানা খুঁটিনাটি তুলে ধরা হয়। সেই সঙ্গে ছবির পরিচালক ও অভিনয়শিল্পী তালিকায় বিশেষ চমক থাকছে বলে জানান অনন্ত। জানা গেছে, বর্ষাকে ঘিরেই নতুন ছবি তৈরি হবে। আর এতে বর্ষার প্রধান নিরাপত্তা কর্মকর্তা বা বডিগার্ড হিসেবে থাকবেন অনন্ত জলিল। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য ও পরিচালনাও করছেন এ নায়ক। যৌথ প্রযোজনায় তৈরি এ ছবিতে থাকছেন আরও দুজন পরিচালক। অনুষ্ঠানে ছবির গল্প প্রসঙ্গে অনন্ত বলেন, ‘নাম দেখে অনেকেই ভেবেছেন, ছবিটি হয়তো প্রধানমন্ত্রী ডেজিগনেশনের কাউকে নিয়ে হবে। তবে তা হলে, অনেক আইনি বিষয় সামনে আসত। আর আমাদের গল্প একটি বিভাগকে নিয়ে। ভারতে যেমন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকেন, যিনি সেই রাজ্যের প্রধান; তেমনি আমাদের বিভাগের একটি মুখ্যমন্ত্রীকে নিয়ে এর গল্প। আমরা বেছে নিয়েছি সিলেটকে। সেখানে এক নেতা মারা যাবেন। তার মেয়ে পার্টির সম্মতিতে নেতা হন। তাকে নিয়েই কাহিনি এগুবে।’ অনন্ত জানান, বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন মুনসুন ফিল্মস। এই সিনেমাতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন, প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। অনন্ত আরও বলেন, ‘আমাদের দেশে অনেকেই দক্ষিণ ভারতীয় মারপিট পছন্দ করেন। এ কারণে তাদের জন্য ওখানকার পরিচালকও থাকছেন এই ছবিতে। ছবির একটি অংশ হায়দরাবাদে হবে। থাকবেন দক্ষিণী পরিচালক উপেন্দ্র মাধব। তুর্কি প্রযোজকের পছন্দ উনাকে। তিনি আমাকে তার নম্বর দিয়েছিলেন। আমি তার সঙ্গে যোগাযোগ করি। পরে খল অভিনেতাদেরও কনফার্ম করেছি। জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় শুটিং শুরু হবে ‘নেত্রী দ্য লিডার’-এর। ৩ দিন পর টিম যাবে সিলেটে। সেখানে কিছুদিন শুটিং হবে। এরপর ভারতের কাজ শেষ করে পুরো শুটিং হবে তুরস্কে।’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ইলিয়াস কাঞ্চন অভিনয় করবেন উল্লেখ করে অনন্ত জলিল বলেন, এরই মধ্যে তার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছবির গল্পটা আমার পছন্দ হয়েছে।
ছবিটির সঙ্গে আমি থাকছি। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’ স্বামীর ছবি, নাম ভূমিকায় অভিনয় সবকিছু মিলিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়িকা বর্ষা। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব। প্রযোজনার পাশাপাশি ছবির বাংলাদেশ অংশের পরিচালনার দায়িত্বে থাকছেন অনন্ত জলিল; তুরস্ক থেকেও একজন পরিচালক থাকার কথা রয়েছে।’নেত্রী ; দ্য লিডার’ ছাড়াও নতুন আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত-বর্ষার। সে ছবির নাম ‘দিন :দ্য ডে।