০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

আল জাজিরা বিশ্বাসযোগ্য মিডিয়া নয়

আল জাজিরা বিশ্বাসযোগ্য মিডিয়া নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান। বাংলাদেশে এই চ্যানেলটির সম্প্রচার বন্ধ বা অন্য কোনও ব্যবস্থা সরকার নিতে পারে বলেও জানান তিনি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এর আগে ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এজেন্ডায় না থাকলেও বাংলাদেশ নিয়ে আল জাজিরায় সম্প্রচারিত সাম্প্রতিক একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বলেন, বিবিধ হিসেবে বিষয়টি নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। তবে অন্যরা এটা নিয়ে খুব একটা কিছু বলেননি। আমি কথা বলেছি। আমি বলেছি, আমাদের অতি উৎসাহী হয়ে কিছু বলার দরকার নেই। আল জাজিরা সব সময় মিথ্যা কথা বলে। শুধু বাংলাদেশ নয়, অন্যদেশ নিয়েও মিথ্যা খবর পরিবেশন করে। যার কারণে অনেক দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা বিশ্বাসযোগ্য মিডিয়া নয়। আর যেসব ব্যক্তি বাংলাদেশ সম্পর্কে যে গল্পটি দিয়েছে, তার সঙ্গে ডেভিড বার্গম্যানসহ যারা জড়িত ছিল, অতীতে দেখেছিÑ তারা বাংলাদেশ সম্পর্কে সবসময় মিথ্যাচার করেছে। দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করেছে। এরপর সরকার যদি কোনও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চায়, সেটা সরকার নেবে। আল জাজিরা যুদ্ধাপরাধের বিচার ও বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা খরব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আল জাজিরার সংবাদটি পুরোপুরি দেখেননি উল্লেখ করে তিনি বলেন, আমি যখনই দেখেছি এই গল্পের সঙ্গে ডেভিড বার্গম্যান জড়িত, তখনই আমি এটা দেখা বন্ধ করে দিয়েছি। কারণ, ডেভিড বার্গম্যান সব সময়ই বাংলাদেশ সম্পর্কে মিথ্যা কথা বলেন।

ট্যাগ :

৩০ নভেম্বরের মধ্যে সব কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে 

আল জাজিরা বিশ্বাসযোগ্য মিডিয়া নয়

প্রকাশিত : ১২:০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

আল জাজিরা বিশ্বাসযোগ্য মিডিয়া নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান। বাংলাদেশে এই চ্যানেলটির সম্প্রচার বন্ধ বা অন্য কোনও ব্যবস্থা সরকার নিতে পারে বলেও জানান তিনি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এর আগে ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এজেন্ডায় না থাকলেও বাংলাদেশ নিয়ে আল জাজিরায় সম্প্রচারিত সাম্প্রতিক একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বলেন, বিবিধ হিসেবে বিষয়টি নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। তবে অন্যরা এটা নিয়ে খুব একটা কিছু বলেননি। আমি কথা বলেছি। আমি বলেছি, আমাদের অতি উৎসাহী হয়ে কিছু বলার দরকার নেই। আল জাজিরা সব সময় মিথ্যা কথা বলে। শুধু বাংলাদেশ নয়, অন্যদেশ নিয়েও মিথ্যা খবর পরিবেশন করে। যার কারণে অনেক দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা বিশ্বাসযোগ্য মিডিয়া নয়। আর যেসব ব্যক্তি বাংলাদেশ সম্পর্কে যে গল্পটি দিয়েছে, তার সঙ্গে ডেভিড বার্গম্যানসহ যারা জড়িত ছিল, অতীতে দেখেছিÑ তারা বাংলাদেশ সম্পর্কে সবসময় মিথ্যাচার করেছে। দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করেছে। এরপর সরকার যদি কোনও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চায়, সেটা সরকার নেবে। আল জাজিরা যুদ্ধাপরাধের বিচার ও বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা খরব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আল জাজিরার সংবাদটি পুরোপুরি দেখেননি উল্লেখ করে তিনি বলেন, আমি যখনই দেখেছি এই গল্পের সঙ্গে ডেভিড বার্গম্যান জড়িত, তখনই আমি এটা দেখা বন্ধ করে দিয়েছি। কারণ, ডেভিড বার্গম্যান সব সময়ই বাংলাদেশ সম্পর্কে মিথ্যা কথা বলেন।