০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

টুইটার ছেড়ে দেবেন কঙ্গনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • 33

টুইটার কর্তৃপক্ষকে জোরালো ধমক দিলেন বলিউডের ‘বিতর্কের রানি’ কঙ্গনা রনৌত। টুইটার ছেড়ে স্বদেশী ‘কুঅ্যাপ’ ব্যবহারের আগাম ঘোষণাও দিলেন ‘মণিকর্ণিকা’ অভিনেত্রী। এক সপ্তাহ ধরে ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকা বনাম ভারতীয় তারকাদের টুইট-যুদ্ধ লেগে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কঙ্গনার দু’টি টুইট সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। কারণ হিসেবে টুইটার জানিয়েছিল, কঙ্গনা তার টুইটে ওই সংস্থার বিধিভঙ্গ করেছেন। কী টুইট করেছিলেন কঙ্গনা, তা জানা যায়নি। কঙ্গনার টুইটার অ্যাকাউন্টে টুইটারের কেবল দু’টি নোটিস নজরে এসেছিল।
বুধবার ফের একটি নোটিস দেয় টুইটার। সেটি শেয়ার করে কঙ্গনা দু’টি পোস্ট করেছেন। তার বক্তব্য, ‘কে তোমাদের দেশের বিচারপতি বানিয়েছে? তোমরা ঠিক এক জোট হয়ে মানুষকে অপমান করবে। যেন সংসদের অনির্বাচিত সদস্য। তোমরা এমনকী দেশের প্রধানমন্ত্রী সাজারও চেষ্টা করো। কে তোমরা শুনি? এক দল নেশাখোর তোমরা! আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করো?’ আবারও একটি টুইট করে হুমকি দেন কঙ্গনা। তিনি বলেন, ‘তোমাদের দিন শেষ টুইটার। এখন থেকে কুঅ্যাপ ব্যবহার করবে সবাই। সেখানে আমার অ্যাকাউন্টের সমস্ত তথ্য সকলকে শিগগিরই জানাব। দেশের প্রস্তুত কুঅ্যাপ ব্যবহার করতে সত্যিই খুব উচ্ছ্বসিত। ’

ট্যাগ :

৩০ নভেম্বরের মধ্যে সব কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে 

টুইটার ছেড়ে দেবেন কঙ্গনা

প্রকাশিত : ১২:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

টুইটার কর্তৃপক্ষকে জোরালো ধমক দিলেন বলিউডের ‘বিতর্কের রানি’ কঙ্গনা রনৌত। টুইটার ছেড়ে স্বদেশী ‘কুঅ্যাপ’ ব্যবহারের আগাম ঘোষণাও দিলেন ‘মণিকর্ণিকা’ অভিনেত্রী। এক সপ্তাহ ধরে ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকা বনাম ভারতীয় তারকাদের টুইট-যুদ্ধ লেগে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কঙ্গনার দু’টি টুইট সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। কারণ হিসেবে টুইটার জানিয়েছিল, কঙ্গনা তার টুইটে ওই সংস্থার বিধিভঙ্গ করেছেন। কী টুইট করেছিলেন কঙ্গনা, তা জানা যায়নি। কঙ্গনার টুইটার অ্যাকাউন্টে টুইটারের কেবল দু’টি নোটিস নজরে এসেছিল।
বুধবার ফের একটি নোটিস দেয় টুইটার। সেটি শেয়ার করে কঙ্গনা দু’টি পোস্ট করেছেন। তার বক্তব্য, ‘কে তোমাদের দেশের বিচারপতি বানিয়েছে? তোমরা ঠিক এক জোট হয়ে মানুষকে অপমান করবে। যেন সংসদের অনির্বাচিত সদস্য। তোমরা এমনকী দেশের প্রধানমন্ত্রী সাজারও চেষ্টা করো। কে তোমরা শুনি? এক দল নেশাখোর তোমরা! আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করো?’ আবারও একটি টুইট করে হুমকি দেন কঙ্গনা। তিনি বলেন, ‘তোমাদের দিন শেষ টুইটার। এখন থেকে কুঅ্যাপ ব্যবহার করবে সবাই। সেখানে আমার অ্যাকাউন্টের সমস্ত তথ্য সকলকে শিগগিরই জানাব। দেশের প্রস্তুত কুঅ্যাপ ব্যবহার করতে সত্যিই খুব উচ্ছ্বসিত। ’