নিউরোব্লাস্টোমা নামক বিরল ক্যানসারে ভুগছে পর্তুগালের সাত বছরের শিশু থমাস। এটি স্নায়ুতন্ত্রের ক্যানসার, যা শরীরের বিভিন্ন স্নায়ুকোষে সৃষ্টি হয়।
জটিল এই রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল। শিশুটির পরিবার তা জোগাড় করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তহবিল গঠনের সাহায্য চেয়ে আবেদন জানায়। তাতে সাড়া দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসের তারকা ফুটবলারের সঙ্গে এগিয়ে এসেছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজও। ২০১৯ সালে ক্যানসারে আক্রান্ত হয় থমাস। গত অক্টোবরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। প্রয়োজন হয় অস্ত্রোপচারের। কিছুদিন আগে চিকিৎসা তহবিল গঠনের ডাক দেন থমাসের মা-বাবা। সেই তহবিলেই অর্থসহায়তা করেছেন রোনালদো ও তাঁর বান্ধবী। সহায়তার বিষয়টি তাঁরা নিজেরা কেউ প্রকাশ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জর্জিনার বোন ইভানা। সাহায্যের পরিপ্রেক্ষিতে থমাসের পরিবারের পক্ষ থেকে রোনালদো ও জর্জিনাকে ধন্যবাদ জানানো হয়। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জর্জিনার বোন ইভানা। থমাস পরিবারের পক্ষ থেকে সে পোস্টে উষ্ণ বার্তায় রোনালদো ও জর্জিনাকে বড় হৃদয়ের ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সে বার্তায় লেখা, ‘জর্জিনা ও ক্রিস্টিয়ানো আপনাদের ধন্যবাদ সাহায্য করার জন্য, ধন্যবাদ পাশে থাকার জন্য, ধন্যবাদ এই উদারতার জন্য। সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাতে থমাসের চিকিৎসা হতে যাচ্ছে।’ থমাসকে বার্সেলোনার ডি’এবরন হাসপাতালে নেওয়া হয়েছে। রোনালদোর বাৎসরিক আয় প্রায় ২৮ মিলিয়ন পাউন্ড। এর আগেও তাঁকে বিভিন্ন দাতব্যকাজের সহায়তায় এগিয়ে আসতে দেখা গেছে। তাঁর বান্ধবীরও দাতব্যকাজে এগিয়ে আসার সুনাম আছে। গত মার্চে করোনা হাসপাতালের জন্য রোনালদো ও তাঁর এজেন্ট জর্জ মেন্ডেস এক মিলিয়ন পাউন্ড দিয়েছিলেন। এ ছাড়া পর্তুগাল জাতীয় ফুটবল দল যে আগামী ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পুরস্কার হিসেবে বোনাস পেয়েছে, সেই অর্থের ৫০ ভাগ করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসহায়তায় দান করেছিল, এর পেছনে বড় অবদান ছিল রোনালদোর।
০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত শিশুর পাশে রোনালদো
-
স্পোর্টস ডেস্ক
- প্রকাশিত : ১২:০০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- 67
ট্যাগ :
জনপ্রিয়