প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা টিকাদান কার্যক্রম। সাধারণ মানুষের মতো এই ভ্যাকসিন নিচ্ছেন শোবিজের তারকারাও। এরই মধ্যে অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও সংগীতশিল্পী জেমসের মতো তারকারা এই টিকা নিয়েছেন। শোবিজের বিভিন্ন তারকার সঙ্গে কথা বলে জানা গেল, তাদের বেশিরভাগই করোনার টিকা নিতে উদগ্রীব বলে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, এই টিকা নিতে টেলিভিশন নাটক অভিনয়শিল্পী সংঘ ও চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও নেওয়া হয়েছে উদ্যোগ ও প্রস্তুতি। দেশে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে সর্বপ্রথম করোনার টিকা নিয়েছেন বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। জাতীয় সংসদ ভবনে ৮ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুক পেজে সুবর্ণা মুস্তাফা টিকা গ্রহণের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। মানুষের যত্ন নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।’ জানা গেছে, জাতীয় সংসদ ভবনে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সুবর্ণা মুস্তাফা। অভিনয়ে খুব একটা নিয়মিত নন সুবর্ণা মুস্তাফা। বেছে বেছে কাজ করছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তিনি। এর আগে শোবিজের নওশীন ও হিল্লোলকে ভ্যাকসিন গ্রহণ করতে দেখা যায়। তবে তারা বাংলাদেশে নয়, নিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার স্বাস্থ্যবিভাগের সঙ্গে যুক্ত থাকায় ফ্রন্টলাইনার হিসেবে ভ্যাকসিন গ্রহণের সুযোগ পান। সেখানকার নাগরিক হওয়ার কারণেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন নওশীন-হিল্লোল দম্পতি। জানুয়ারির প্রথম দিকে টিকা নেওয়ার পর নওশীন তার ফেসবুকে করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’ সেখানে দেখা যাচ্ছে, মঙ্গলবার ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। আরও একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনও কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি। নওশীন তার স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে ছুটিতে দেশে এলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন। করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিয়েছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই টিকা গ্রহণ করেন তিনি। এ বিষয়ে ব্যান্ড তারকার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, দুপুর ১টায় জেমস কোভিড ১৯ প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে টিকা গ্রহণ শেষে তিনি বাসায় ফিরছেন। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, সুস্থ ও স্বাভাবিক রয়েছেন তিনি।
জানা যায়, জেমসের এই টিকা নেওয়ার বিষয়টির সঙ্গে সরকার, মন্ত্রণালয়, শিল্পী কোটা কিংবা কোনো সংগঠন জড়িত ছিল না। বুধবার দুপুরে জেমস নিজেই সরাসরি শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হন। সেখানকার নার্স সাদিয়া সুমি টিকা পুশ করেন তার ডান বাহুতে। জেমসের ভ্যাকসিন নেওয়ার আগের দিন টিকা নিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত করোনার টিকা দেওয়ার বুথ থেকে এ টিকা নেন তিনি। রাতে নিজের ব্যক্তিগত ফেসবুকে এ খবরটি নিশ্চিত করেন আসাদুজ্জামান নূর। টিকা নেওয়ার ছবি দিয়ে তিনি লিখেন, ‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি।
এত তাড়াতাড়ি আয়োজন করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভ্যাকসিন নেবেন, সুস্থ থাকবেন।’ গত বছরের ০৩ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে ১৫ ডিসেম্বর করোনামুক্ত হন তিনি। বুধবার টিকা নিয়েছেন দুই পর্দার আলোচিত অভিনেতা মাসুম আজিজ। তিনি বলেন, ‘বুধবার আমি ও আমার স্ত্রী সাবিহা জামান বঙ্গবন্ধু মেডিকেল থেকে টিকা নিয়েছি। এটা সবারই নেওয়া উচিত।’ এই অভিনেতা দীর্ঘদিন করোনা আক্রান্ত হয়েছিলেন। বরেণ্য অভিনেতা ড. ইনামুল হক শিগগিরই এই টিকা নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এই টিকা দেব তো বটেই। তবে কবে নেব তা ঠিক করে বলতে পারছি না। রেডিও নাট্য সংগঠন থেকে আমাকে বলা হয়েছে। অন্যদিকে টেলিভিশন নাটক অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক নাসিমও টিকা নেওয়ার জন্য ফোন করেছিলেন। আমার সঙ্গে আমার স্ত্রী লাকীর কথাও বলেছেন।’ করোনা টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানী দম্পতি। শিগগিরই তারা এই ভ্যাকসিন নেবেন বলে জানা গেছে। যে কোনো সময় করোনার টিকা নিতে প্রস্তুত সোশ্যাল মিডিয়ার ‘ভাইরাল স্টার’ হিরো আলম বলেন, ‘আমি টিকা নিতে প্রস্তুত। যখন আমাকে বলা হবে অবশ্যই আমি টিকা নেব।’বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্রশিল্পীদের টিকা নেওয়ার বিষয়ে ইতিমধ্যে আমরা তথ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরে আমাদের দিন-তারিখ জানানো হবে। আশা করছি সব শিল্পী এই টিকা নেওয়ার সুযোগ পাবেন।’ টেলিভিশন নাটক অভিনয়, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘টেলিভিশন নাটকের সিনিয়র-জুনিয়র সব শিল্পী যাতে এই টিকা পান সেজন্য আমরা চেষ্টা করছি। তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি আমাদের জানাবেন।’
০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
করোনা টিকা নিতে উদগ্রীব তারকারা
-
বিনোদন প্রতিবেদক
- প্রকাশিত : ১২:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- 59
ট্যাগ :
জনপ্রিয়