একুশের ভোটের আগে টলিপাড়ায় দলবদলের হাওয়া। ইতোমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সৌরভ দাস, কৌশানি মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, ভরত কলের মতো তারকারা। আবার বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ। সক্রিয় রাজনীতির এই পথে কি হাঁটবেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন? প্রশ্নের উত্তরে তারা সাফ জানিয়ে দেন, মানুষের পাশে দাঁড়াতে গেলে কোনো রাজনৈতিক পদের প্রয়োজন নেই। এই বেশ ভালো আছেন দু’জনে। কোনো বাধা নেই, কারও কথায় চলতে হচ্ছে না, কী বলতে হবে কেউ শিখিয়ে-পড়িয়ে দিচ্ছেন না। এমন জীবনই ভালো লাগছে টলিপাড়ার এ যুগলের। অঙ্কুশ জানান, রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে এবং এসেছেও। কিন্তু আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই তাদের। কারণ সেই দায়িত্ব সামলাবার মতো পরিপক্কতা এখন তার কিংবা ঐন্দ্রিলার নেই। অঙ্কুশের মতে, ‘রাজনীতিতে না এসেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। যেমনটা সোনু সুদ করে দেখিয়েছেন। আমফান ও করোনা পরিস্থিতিতে আমি আর ঐন্দ্রিলাও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছি। যতটা পেরেছি, সাহায্য করেছি। তবে রাজনীতি বিশাল বড় দায়িত্ব। সেই যোগ্যতা আমার ও ঐন্দ্রিলার নেই।’ রাজনীতি নিয়ে কোনো নেতিবাচক মনোভাব নেই অঙ্কুশের। তিনি চান, সৎ যুবপ্রজন্ম এই দায়িত্ব নিতে এগিয়ে আসুক। তবে অঙ্কুশের পক্ষে এখন সেই দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এরপরই আবার টলিপাড়ার তারকা জানান, যদি মানুষকে কোনো বার্তা দিতে হয় তাহলে সিনেমা তৈরি করেই সেই বার্তা তিনি দেবেন। উল্লেখ্য, শুক্রবারই মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ।
০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
এখন রাজনীনিতে যাবে না অঙ্কুশ ঐন্দ্রিলা
-
বিনোদন ডেস্ক
- প্রকাশিত : ১২:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- 115
ট্যাগ :
জনপ্রিয়