০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

মাগুরায় ৭ শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা

২০১৯-২০ অর্থ বছরের জন্য মাগুরার সাত শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। মাগুরা কর সার্কেল কার্যালয়ে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা দেওয়া হয়। দীর্ঘসময় কর দেওয়ার জন্য আব্দুল গফুর বিশ্বাস ও আবুল কাশেম মো. ফজলুল হককে শ্রেষ্ঠ করদাতা নির্বাচন করা হয়। সর্বোচ্চ কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হক, মো. মেহেদী হাসান ও মো. শাহীনুর রহমান পিকুল। শ্রেষ্ঠ তরুণ করদাতা হয়েছেন মো. ফয়সাল আহমেদ ও মোছা. হোসনে আরা। তাদের ক্রেস্ট, সম্মানননাপত্র এবং উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে। মাগুরা সার্কেলের কর উপকমিশনার এস এম আব্রাহাম লিংকন বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার বড় অনুষ্ঠান করতে না পারলেও শ্রেষ্ঠ করদাতাদের সম্মানিত করতে পারায় তারা আনন্দিত। এ সম্মান দেশের নাগরিকদের আরও বেশি কর প্রদানে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

মাগুরায় ৭ শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা

প্রকাশিত : ১২:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

২০১৯-২০ অর্থ বছরের জন্য মাগুরার সাত শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। মাগুরা কর সার্কেল কার্যালয়ে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা দেওয়া হয়। দীর্ঘসময় কর দেওয়ার জন্য আব্দুল গফুর বিশ্বাস ও আবুল কাশেম মো. ফজলুল হককে শ্রেষ্ঠ করদাতা নির্বাচন করা হয়। সর্বোচ্চ কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হক, মো. মেহেদী হাসান ও মো. শাহীনুর রহমান পিকুল। শ্রেষ্ঠ তরুণ করদাতা হয়েছেন মো. ফয়সাল আহমেদ ও মোছা. হোসনে আরা। তাদের ক্রেস্ট, সম্মানননাপত্র এবং উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে। মাগুরা সার্কেলের কর উপকমিশনার এস এম আব্রাহাম লিংকন বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার বড় অনুষ্ঠান করতে না পারলেও শ্রেষ্ঠ করদাতাদের সম্মানিত করতে পারায় তারা আনন্দিত। এ সম্মান দেশের নাগরিকদের আরও বেশি কর প্রদানে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।