কৃষকরাই তো অন্নদাতা। ফসল, চাষের ক্ষেত ছেড়ে উঠে এসে সেই কৃষকরা কেন প্রাণহীন শহরে ঢুকে পড়লেন? যে কৃষকরা ক্ষেত থেকে ফসল তুলে সাধারণ মানুষের পেটে খাবারের জোগান দেন, সেই হাত দিয়ে কেন তারা বিদ্রোহের মশাল জ্বালাতে শুরু করেছেন? এবার এমনই প্রশ্ন তুললেন সোনাক্ষী সিনহা। কৃষক আন্দোলন নিয়ে আবেগী হয়ে পড়েন বলিউড অভিনেত্রী। কৃষকদের নিয়ে অভিনেত্রীর ভাবনা এবার ফুটে উঠল তার কবিতার মাধ্যমে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোনাক্ষী সিনহা একটি কবিতা শেয়ার করেন। নজরে মিলাকে খুদ সে পুছো কিঁউ? শিরোনাম দিয়ে সোনাক্ষী যখন আবৃত্তি করেন, তখন চোখে জল ধরে রাখতে পারেননি অনেকেই।
১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রশ্ন তুললেন সোনাক্ষী
-
বিনোদন ডেস্ক - প্রকাশিত : ১২:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- 90
ট্যাগ :
জনপ্রিয়





















