ম্যাচের ৬৩ মিনিটে খেলোয়াড় বদলাল ভ্যালেন্সিয়া। মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন কার্লেস সোলের। কাকতাল কোনো সন্দেহ নেই। তবু ভাগ্যের হেঁয়ালিটা টের পাওয়া গেল এতেই। গত নভেম্বরে যখন সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল, সেদিন রিয়াল মাদ্রিদের রক্ষণ যতটা সম্ভব বাজে খেলার প্রতিযোগিতায় নেমেছিল। সে সুবাদে তিনটি পেনাল্টি পেয়েছিল ভ্যালেন্সিয়া। পেনাল্টির হ্যাটট্রিক করা সোলের শেষ গোলটি এসেছিল ঠিক ৬৩ মিনিটেই। আজ সেই সোলের ম্যাচে কোনো দাগ কাটতে না পেরে মাঠ ছেড়েছেন ৬৩ মিনিটেই। নভেম্বরের সেই ম্যাচে রিয়ালের রক্ষণভাগের চার খেলোয়াড়ের দোষে চার গোল পেয়েছিল ভ্যালেন্সিয়া। রিয়াল হেরেছিল ৪-১ গোলে। অথচ ভ্যালেন্সিয়ার মাঠে সেদিন প্রথমে গোল করেছিল জিনেদিন জিদানের দলই। আজও করিম বেনজেমা রিয়ালকে এগিয়ে দিয়েছেন শুরুতেই। তবে সেদিনের চেয়ে আজকের ম্যাচের পার্থক্য, আজ দাপটটা রিয়াল ধরে রেখেছে পুরো ম্যাচে। জয়ের ব্যবধান মাত্র ২-০ হলেও ম্যাচের পুরোটা সময় একবারও মনে হয়নি ভ্যালেন্সিয়া রিয়ালের কাছ থেকে কখনো পয়েন্ট কেড়ে নিতে পারবে। সোলের যখন মাঠ ছাড়ছিলেন, তখন কিন্তু স্কোরলাইন ৩-০ দেখাচ্ছিল। একটি প্রতি আক্রমণ থেকে দ্রুত ওপরে উঠে ভিনিসিয়ুস ও ফারলাঁ মেন্ডি মিলে দলকে এনে দিয়েছেন তৃতীয় গোল। কিন্তু সে গোল নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আপত্তি তোলায় বেশ সময় নিয়ে গোলের বৈধতা পরীক্ষা করা হয়েছিল। এরই ফাঁকে মাঠ ছেড়েছেন সোলের। দুই নতুন খেলোয়াড় নেমে নতুন আশাও পেয়েছেন। গোলের ব্যবধান তিন থেকে দুইয়ে নেমে এসেছে। প্রথমে আক্রমণের ওঠার সময় নিয়ে সন্দেহ থাকলেও পরে দেখা গেছে, গোলের আগে ভিনিসিয়ুস যখন পাস দিচ্ছেন, তখন একটা গোড়ালি অফ সাইডে ছিল মেন্ডির। গোলের জন্য ভিনিসিয়ুসদের চেয়ে আরও পিছিয়ে এলেও মূল সময়টায় অফসাইডে থাকায় বাতিল হয়েছে সে গোল। গোল বাতিল হওয়ায় রিয়ালের হয়ে টানা দুই ম্যাচে গোল করা হয়নি এই লেফটব্যাকের। তবে বেনজেমা ঠিকই সেটা পেরেছেন। ম্যাচের মাত্র ১২ মিনিটে ক্রুসের কাছ থেকে বল পেয়েছিলেন ডি-বক্সের বাইরে।
০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
বার্সেলোনাকে আবার পেছনে ফেলল রিয়াল
-
ক্রীড়া ডেস্ক
- প্রকাশিত : ১২:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- 55
ট্যাগ :
জনপ্রিয়