১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ফারিয়ার অপেক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে মুম্বইয়ে আছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে এই নায়িকা বলেন, শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজ করায় এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। শুটিংয়ের আগে তিনি প্রতিটি দৃশ্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। যার ফলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারছি। ফারিয়া জানান, তিনি মার্চের শেষ পর্যন্ত এই বায়োপিকটির শুটিং করবেন। এরপর এপ্রিলে ‘ভয়’ শিরোনামের শুটিংয়ের জন্য কলকাতায় থাকবেন। তিনি আরো যোগ করেন, ‘বঙ্গবন্ধু’ সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
চলতি বছরের গত ২১শে জানুয়ারি মুম্বইতে মহরতের মাধ্যমে শুরু হয়েছে ছবিটির প্রথম পর্বের কাজ। এতে নুসরাত ফারিয়া ছাড়াও আরো অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, তৌকীর আহমেদ, সাবিলা নূর প্রমুখ। এদিকে, ২০২০ সালের ডিসেম্বরে ফারিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দেরি কেন? উত্তরে তিনি বলেন, পরিস্থিতি আরো ভালো হওয়ার জন্য অপেক্ষা করছি। ভাইরাস এখনো আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের সিদ্ধান্ত নেব। চলতি বছর ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’সহ বেশকিছু ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে এ নায়িকার। ফারিয়ার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘শাহেনশাহ’। এতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফারিয়ার অপেক্ষা

প্রকাশিত : ১২:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে মুম্বইয়ে আছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে এই নায়িকা বলেন, শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজ করায় এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। শুটিংয়ের আগে তিনি প্রতিটি দৃশ্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। যার ফলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারছি। ফারিয়া জানান, তিনি মার্চের শেষ পর্যন্ত এই বায়োপিকটির শুটিং করবেন। এরপর এপ্রিলে ‘ভয়’ শিরোনামের শুটিংয়ের জন্য কলকাতায় থাকবেন। তিনি আরো যোগ করেন, ‘বঙ্গবন্ধু’ সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
চলতি বছরের গত ২১শে জানুয়ারি মুম্বইতে মহরতের মাধ্যমে শুরু হয়েছে ছবিটির প্রথম পর্বের কাজ। এতে নুসরাত ফারিয়া ছাড়াও আরো অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, তৌকীর আহমেদ, সাবিলা নূর প্রমুখ। এদিকে, ২০২০ সালের ডিসেম্বরে ফারিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দেরি কেন? উত্তরে তিনি বলেন, পরিস্থিতি আরো ভালো হওয়ার জন্য অপেক্ষা করছি। ভাইরাস এখনো আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের সিদ্ধান্ত নেব। চলতি বছর ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’সহ বেশকিছু ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে এ নায়িকার। ফারিয়ার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘শাহেনশাহ’। এতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।