০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

রাজৈরে প্রতিপক্ষের মারধরে আহত যুবকের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত রুবেল মাতুব্বর নামে এক যুবক মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে । এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার কঠুরাকান্দি কাশিমপুর গ্রামে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে । নিহত রুবেল একই গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে ।
এলাকাবাসি জানায়, গত ১০ ফেব্র“য়ারী রাতে রাজৈর উপজেলার পাইকপাড়া ডোনেরহাট খোলা জামে মসজিদে ওয়াজ মাহফিল উপলক্ষে খেচুরি খাওয়াকে কেন্দ্র করে সানোয়ার সরদার গ্র“প ও রহিম শিকদার গ্র“পের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনার জের ধরে ১১ ফেব্র“য়ারী সকালে পার্শ্ববর্তী বৈরাগীর বাজার এলাকায় রহিম শিকদারের লোকজন সানোয়ার মাতুব্বরের লোকজনের উপর হামলা করে ব্যাপক মারধোর করে । এ হামলায় ৫জন আহত হয় । গুরুতর আহত রুবেল মাতুব্বর (২৬), লিটন শেখকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তির পর ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার রাত ১২টার চিকিৎসাধীন অবস্থায় রুবেল মাতুব্বরের (২৬) মৃত্যু হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পরলে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় ৪/৫ টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতদের বাড়িতে চলছে শোকের মাতন। স্থানীয়রা এঘটনায় এ হত্যার বিচার দাবী করেছে। রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাদিক বলেন, এ বিষয়ে গত ১১ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ পেয়েছি, এ মামলায় মোট বারোজনকে আসামী করা হয়েছে, ১০ জন আসামী জামিনে আছে, বাকি দুইজন পলাতক রয়েছে, তবে যেহেতু একটি হত্যা হয়েছে আমরা আনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজৈরে প্রতিপক্ষের মারধরে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত রুবেল মাতুব্বর নামে এক যুবক মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে । এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার কঠুরাকান্দি কাশিমপুর গ্রামে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে । নিহত রুবেল একই গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে ।
এলাকাবাসি জানায়, গত ১০ ফেব্র“য়ারী রাতে রাজৈর উপজেলার পাইকপাড়া ডোনেরহাট খোলা জামে মসজিদে ওয়াজ মাহফিল উপলক্ষে খেচুরি খাওয়াকে কেন্দ্র করে সানোয়ার সরদার গ্র“প ও রহিম শিকদার গ্র“পের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনার জের ধরে ১১ ফেব্র“য়ারী সকালে পার্শ্ববর্তী বৈরাগীর বাজার এলাকায় রহিম শিকদারের লোকজন সানোয়ার মাতুব্বরের লোকজনের উপর হামলা করে ব্যাপক মারধোর করে । এ হামলায় ৫জন আহত হয় । গুরুতর আহত রুবেল মাতুব্বর (২৬), লিটন শেখকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তির পর ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার রাত ১২টার চিকিৎসাধীন অবস্থায় রুবেল মাতুব্বরের (২৬) মৃত্যু হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পরলে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় ৪/৫ টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতদের বাড়িতে চলছে শোকের মাতন। স্থানীয়রা এঘটনায় এ হত্যার বিচার দাবী করেছে। রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাদিক বলেন, এ বিষয়ে গত ১১ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ পেয়েছি, এ মামলায় মোট বারোজনকে আসামী করা হয়েছে, ১০ জন আসামী জামিনে আছে, বাকি দুইজন পলাতক রয়েছে, তবে যেহেতু একটি হত্যা হয়েছে আমরা আনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।