রংপুর সদর উপজেলার খলেয়াতে ঘাঘট নদীর ডানতীরের ৬০০মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এই নির্মাণ কাজ শেষ হলে ভাঙন রোধসহ হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলিন হওয়া থেকে রক্ষা পাবে কৃষকরা।
বুধবার বিকেলে বাঁধ নির্মাণ কাজ উপলক্ষে সদরের খলেয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, বর্তমান সরকার নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে কৃষি নির্ভর উত্তরাঞ্চলের জনজীবন রক্ষায় নদী খনন, বাঁধ নির্মাণ, বালু উত্তোলন বন্ধসহ দীর্ঘ মেয়াদি টেকসই প্রকল্প এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খলেয়াতে ঘাঘট নদীর ডানতীরে ৬০০ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ শেষ হলে এখানকার কৃষকরা উপকৃত হবেন। তিনি আরো বলেন, নদী ভাঙন রোধসহ শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি, বসতবাড়ি রক্ষা পাবে। এবছরের মধ্যেই তিন ধাপে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করা হবে। এতে যাতে কোন রকমের অনিয়ম না হয়, সেজন্য স্থানীয়দের সজাগ থাকতে হবে। কাজের কোয়ালিটি কমবেশি হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ হচ্ছে। এতে ৬০০ মিটারের মধ্যে দক্ষিণ বিড়াবাড়িতে ১৯০ মিটার, উত্তর বিড়াবাড়ীতে ১৩০ এবং বিড়াবাড়ী ব্রিজ সংলগ্নে ২৮০ মিটার প্রতিরক্ষা বাঁধ করা হবে। রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর পওর সার্কেল-১ বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাভলু প্রমুখ।
১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
রংপুরের ঘাঘটে ৬০০ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে
-
জালাল উদ্দিন, রংপুর
- প্রকাশিত : ১২:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- 68
ট্যাগ :
জনপ্রিয়