০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বিশ্ব ক্যান্সার দিবস আজ

বিশ্ব ক্যান্সার দিবস আজ। ক্যান্সার প্রতিরোধ, সনাক্তকরণ এবং চিকিৎসাতে মানুষকে সচেতন করতে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের এই দিনে ক্যান্সার দিবস পালন করা হয়। ‘আমরা পারি, আমি পারি’ (we can, I can)- এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তিন বছরের বিশেষ ক্যাম্পেইনে ক্যান্সার দিবস পালন করা হচ্ছে। ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ক্যান্সার প্রতিরোধে মানুষকে সচেতন করাই এ বছরের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয়।

দেশে ক্যান্সার রোগীর সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এর তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ২২ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা যায় প্রতি বছর ৯১ হাজার। প্রতি বছর অসংখ্য রোগী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও চাহিদার তুলনায় ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল।

এ রোগে বিশ্বে প্রতি বছর ১ কোটি ৪০ লাখ আক্রান্ত হন এবং বছরে ৮২ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। ক্যান্সার আক্রান্তদের মধ্যে ৩০ বছর থেকে ৬৯ বছর বয়সী শতকরা প্রায় ৫০ ভাগ রোগীর অকাল মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্যসংস্থা ক্যান্সার আক্রান্তদের অকাল মৃত্যুরোধে দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুর উপর গুরুত্বারোপ করেছে।

এই দিবসটি উপলক্ষে আজ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হবে। এর পর শোভাযাত্রা, ক্যান্সার বিষয়ক পোস্টার ও ফেস্টুন প্রদর্শনী, ক্যান্সার রোগীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা

বিশ্ব ক্যান্সার দিবস আজ

প্রকাশিত : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮

বিশ্ব ক্যান্সার দিবস আজ। ক্যান্সার প্রতিরোধ, সনাক্তকরণ এবং চিকিৎসাতে মানুষকে সচেতন করতে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের এই দিনে ক্যান্সার দিবস পালন করা হয়। ‘আমরা পারি, আমি পারি’ (we can, I can)- এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তিন বছরের বিশেষ ক্যাম্পেইনে ক্যান্সার দিবস পালন করা হচ্ছে। ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ক্যান্সার প্রতিরোধে মানুষকে সচেতন করাই এ বছরের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয়।

দেশে ক্যান্সার রোগীর সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এর তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ২২ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা যায় প্রতি বছর ৯১ হাজার। প্রতি বছর অসংখ্য রোগী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও চাহিদার তুলনায় ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল।

এ রোগে বিশ্বে প্রতি বছর ১ কোটি ৪০ লাখ আক্রান্ত হন এবং বছরে ৮২ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। ক্যান্সার আক্রান্তদের মধ্যে ৩০ বছর থেকে ৬৯ বছর বয়সী শতকরা প্রায় ৫০ ভাগ রোগীর অকাল মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্যসংস্থা ক্যান্সার আক্রান্তদের অকাল মৃত্যুরোধে দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুর উপর গুরুত্বারোপ করেছে।

এই দিবসটি উপলক্ষে আজ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হবে। এর পর শোভাযাত্রা, ক্যান্সার বিষয়ক পোস্টার ও ফেস্টুন প্রদর্শনী, ক্যান্সার রোগীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।