ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শেরপুর -(সদর) আসনের প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গণভোট -২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারী) সকালের দিকে শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্কের মাঠে এ আয়োজন করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণ বিধি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।
এরপর ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন শেরপুর -১(সদর) আসনের ধানের শীষ প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বতন্ত্রপ্রতিদ্বদ্বী মোটরসাইকেল প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়ীপাল্লা প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,স্বতন্ত্রপ্রতিদ্বদ্বী কাপ-পিরিচ প্রার্থী মোঃ ইলিয়াছ উদ্দিন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রার্থী মোঃ লিখন মিয়া, জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী পক্ষে মোঃ আশরাফ আলী।
সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা হক তার বক্তব্য,ইশতেহার পাঠ শেষে সকল প্রার্থীদের উপস্থিতি ও এক মঞ্চে বক্তব্য সত্যিই এক নতুন রাজনৈতিক চর্চা যা বাংলাদেশকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে।এসময় বক্তারা অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।
ডিএস../



















