কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা বিশেষ বিবেচনায় রেখে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কুমিল্লা সফরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর, কুমিল্লা -৬ সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী কাজী দিন মোহাম্মদ।
সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন এবং বিভিন্ন জনসভায় বক্তব্য রাখবেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি কুমিল্লায় আসার কথা থাকলেও সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় সফরসূচি পরিবর্তন করে একদিন আগে, অর্থাৎ ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লায় আগমন নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভা শুরু হবে। সেখানে আমীরে জামায়াত বেলা সাড়ে ১১টার দিকে বক্তব্য দেবেন। এরপর বিকেল ৩টায় কুমিল্লার লাকসামে জনসভায় বক্তব্য রাখবেন। সর্বশেষ সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন, যেখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিএস



















