আবারও হতাশার গল্প লিখল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর, তাদের সামনে সুযোগ ছিল তুলনামূলক দুর্বল কাদিজকে হারিয়ে জয়ের রাস্তায় ফেরার। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। গত ডিসেম্বরে স্প্যানিশ লা লিগায় কাদিজের মাঠেই সবশেষ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল বার্সেলোনা। এবার ছিল সেই পরাজয়ের বদলা নেয়ারও সুযোগ। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল হজম করে তারা মাঠ ছেড়েছে জয়বঞ্চিত থেকে। জোড়া পেনাল্টির ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের নিষ্ফলা ড্রয়ে। নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তুলনামূলক দুর্বল দল কাদিজের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই খেলেছে কাতালান ক্লাবটি। পুরো ম্যাচের ৮১ ভাগ সময় বলের দখল ছিল তাদেরই দখলে। অন্তত ২১ বার গোলের উদ্দেশ্যে শটও করেছে তারা। কিন্তু সাফল্য মিলেছে মাত্র একবার। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রেখেই ১ পয়েন্ট নিয়ে গেছে কাদিজ। অবশ্য বার্সাকে আটকে রাখার কৃতিত্ব দিতেই হবে কাদিজের রক্ষণভাগকে। প্রতিপক্ষ শিবিরের সাজানো ৯ ডিফেন্ডারের রক্ষণ ভাঙতে বেশ কয়েকবার আচমকা শট নেন লিওনেল মেসি, অ্যান্তনিও গ্রিজম্যান, ওসুমানে দেম্বেলেরা। কিন্তু কোনোটিতেই মেলেনি সাফল্য।
০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
জোড়া পেনাল্টির ম্যাচে শেষ মুহূর্তে জয়বঞ্চিত বার্সা
-
ক্রীড়া ডেস্ক
- প্রকাশিত : ১২:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- 56
ট্যাগ :
জনপ্রিয়