ভূমি রেজিস্ট্রেশন ফি’র হার কমানোর দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। বুধবার এমসিসিআই জানায়, মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির সংগঠনের পক্ষে এই প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ভূমি (স্থাবর সম্পত্তি) রেজিস্ট্রেশন ফি এলাকাভিত্তিক নির্দিষ্ট হারে নির্ধারণ করা থাকে, যা আসলে প্রকৃত বাজারমূল্যের থেকে অনেক কম। সেক্ষেত্রে যিনি ভূমি বিক্রি করছেন, তার বৈধ উপার্জনের কিছু অংশ অবৈধ হয়ে যাচ্ছে। কারণ, তাকে বাজারমূল্যের চেয়ে কম হারে নির্ধারিত হার অনুযায়ী দেখাতে হচ্ছে। তিনি বলেন, এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলোÑ এনবিআর অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করে যদি রেজিস্ট্রেশন ফি’র হার কমায়, তাহলে দেখা যাবে রাজস্ব আহরণে কোনও ঘাটতি হবে না। এতে করে বৈধ টাকা অর্থনীতিতে থাকবে। সেই সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনা স্বচ্ছ হবে। এমসিসিআই সভাপতি বলেন, বর্তমানে করপোরেট করহার ৩২.৫ শতাংশ। ৩৫ শতাংশ থেকে কমিয়ে বর্তমানে এই হার নির্ধারণ করা হয়েছে। সেজন্য আমরা এনবিআরের প্রশংসা করছি। এখানে একটি বিষয়ে চেয়ারম্যান মহোদয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছিÑ আমাদের দেশে কার্যকরী করপোরেট করহার আরও অনেক বেশি। আমাদের আমদানিতে কর দিতে হয়। মধ্যবর্তী বিভিন্ন প্রক্রিয়ায় কর দিতে হয় এবং সর্বোপরি ফিনিশড প্রোডাক্টেও কর দিতে হয়। তিনি আরও বলেন, সব কিছু হিসাব করলে দেখা যায়, এই করহার ৩২.৫ শতাংশ আর থাকে না, ক্ষেত্র বিশেষে ৫০ থেকে ৬০ শতাংশ হয়ে যায়। বিষয়টি আমাদের ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। সুতরাং, এই বিষয়টির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আবেদন জানাচ্ছি। অনুষ্ঠানে এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন ও সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক উপস্থিত ছিলেন।
১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ভূমি রেজিস্ট্রেশন ফি’র হার কমানোর দাবি
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- 63
ট্যাগ :
জনপ্রিয়




















