মিয়ানমারে ফের নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির মিয়াইং শহর এবং বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৭ জন। নিহতদের মধ্যে ছয়জন মারা গেছেন মিয়াইং শহরের কেন্দ্রীয় এলাকায়। একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স ওই প্রত্যক্ষ্যদর্শী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভের জন্য জমায়েত হয়েছিলাম। হঠাৎ কোনও উস্কানি ছাড়াই গুলি ছুড়তে শুরু করে পুলিশ। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এমন ঘটনা ঘটতে পারে। তিনি জানান, মিয়ানমার পুলিশ গুলি চালানোর পর আহতদের নিয়ে উদ্ধারকারী দলের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন তিনি, সেখানেই ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। অপর একজন মারা গেছেন ইয়াঙ্গুনের উত্তর ডাগন জেলায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ব্যক্তির ছবি শেয়ার করা হয়েছে ইতোমধ্যে। সেখানে দেখা গেছে, সড়কের ওপর পড়ে আছেন তিনি, আর তার মাথার ক্ষত থেকে ঝরছে রক্ত। মিয়ানমারের কারবন্দি কয়েদিদের সহযোগিতাকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স অ্যাডভোকেসি গ্রুপ (এএপিপিএজি) জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন ৬০ বিক্ষোভকারী, কারাবন্দি করা হয়েছে ২ হাজার মানুষকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক জোয়ান ম্যারিনার এক বিবৃতিতে বলেছেন, ‘নিরাপত্তাবাহিনীর সদস্যরা মাথা গরম করে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছেন, সেখানে ব্যাপারটি এমন নয়। তারা আসলে সরকারের নির্দেশ পালন করছেন; আর বর্তমানে যেসব ব্যক্তি মিয়ানমারের সরকারে আসীন আছেন, মানবতার প্রতি তাদের ন্যূনতম কোনও দায়বোধ নেই। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ২ টায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে মিলিটারি কাউন্সিল। সেখানেই যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে।
১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে ফের গুলি, নিহত ৭
-
আন্তর্জাতিক ডেস্ক - প্রকাশিত : ১২:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- 64
ট্যাগ :
জনপ্রিয়




















