আগামী অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ১১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সিআরআইএসআইএল। ভারতের অর্থনীতি নিয়ে নতুন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই পূর্বাভাস দেওয়া হয়। দেশটিতে করোনার প্রভাব মোকাবিলায় টিকা কার্যক্রম এবং বিনিয়োগে সরকারের গুরুত্ব প্রবৃদ্ধির ভালো অবস্থানে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। গবেষণা সংস্থাটি বলছে, ২০২২ এর দ্বিতীয়ার্ধে ভারতের অর্থনীতিতে গতি বাড়বে। এর অন্যতম কারণ হতে পারে ভ্যাকসিনেশন কার্যক্রম, ভোগ্যপণ্যের নিম্নমুখী দর আর সেই সঙ্গে বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রবণতা। ভারতীয় অর্থনীতিতে করোনার প্রভাবে প্রবৃদ্ধি মুখ থুবড়ে পড়ে। তবে বছরের শেষ ভাগে একটু একটু ঘুরে দাঁড়াতে শুরু করে। ঋণাত্মক বৃদ্ধি কাটিয়ে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে ভারতের জিডিপি। তৃতীয় প্রান্তিকে (অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর) জিডিপি প্রবৃদ্ধির হার দশমিক ৪ শতাংশ বলে জানায় এনএসও। ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে জিডিপির প্রবৃদ্ধি দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বের ৫৮ জন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্যানেল। ২০২০-২১ অর্থবছরের জিডিপির এই শোচনীয় অবস্থা থেকে পরবর্তী আর্থিক বছরে অবশ্য পুরোপুরি ছন্দে ফেরার পূর্বাভাস আগেই দিয়েছে বিভিন্ন সমীক্ষাকারী সংস্থা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ভবিষ্যদ্বাণী, ২০২১-২২ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে ১১ দশমিক ৫ শতাংশ। এরই মধ্যে ফেব্রুয়ারিতে ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ভারত সরকার। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ১৪ দশমিক ৪ শতাংশ।
১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
২০২২ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ১১ শতাংশ
-
আন্তর্জাতিক ডেস্ক - প্রকাশিত : ১২:০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- 64
ট্যাগ :
জনপ্রিয়





















