সাংবাদকি সাগর সরওয়ার ও মহেরেুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতবিদেন জমা দতিে আবারও সময় দয়িছেে আদালত। বৃহস্পতবিার এ মামলার তদন্ত প্রতবিদেন দয়োর দনি ছলি। কন্তিু তদন্ত সংস্থা র্যাব প্রতবিদেন না দয়োয় আগামী ২১ এপ্রলি নতুন তারখি দয়িছেনে বচিারক। ঢাকা মট্রেোপলটিন ম্যাজস্ট্রিটে রাজশে চৌধুরী প্রতবিদেন দাখলিরে এই নতুন তারখি দনে। সাংবাদকি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতবিদেন জমা দতিে তদন্ত সংস্থাকে এর আগে ৭৮ বার সময় দয়ো হয়ছেলি। ৭৯তম বার এসে আবারও পছিয়িছেে প্রতবিদেন জমা। ঢাকার মুখ্য মহানগর হাকমি আদালতরে বচিারক দবেদাস চন্দ্র অধকিারী ৩ ফব্রেুয়ারি তদন্ত প্রতবিদেন জমা দয়োর সময় দয়িছেলিনে ১১ র্মাচ। ২০১২ সালরে ১১ ফব্রেুয়ারি ঢাকার পশ্চমি রাজাবাজারে মাছরাঙা টলেভিশিনরে র্বাতা সম্পাদক সাগর সরওয়ার ও এটএিন বাংলার জ্যষ্ঠে প্রতবিদেক মহেরেুন রুনকিে নজি বাসায় হত্যা করা হয়। রুনরি ভাই নওশরে আলম রোমান পররে দনি শরেবোংলা নগর থানায় হত্যা মামলা করনে। প্রথমে মামলার তদন্ত র্কমর্কতা ছলিনে ওই থানার একজন উপপরর্দিশক (এসআই)। চার দনি পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়ন্দো পুলশিরে (ডবি)ি কাছে হস্তান্তর করা হয়। দুই মাসরেও বশেি সময় তদন্ত করে হত্যার রহস্য উদঘাটনে র্ব্যথ হয় ডবি।ি পরে হাইর্কোটরে নর্দিশেে ২০১২ সালরে ১৮ এপ্রলি হত্যা মামলার তদন্তভার র্যাবরে কাছে হস্তান্তর করা হয়। খুনরে ৯ বছররে বশেি সময় পার হলওে তদন্ত প্রতবিদেন জমা দতিে পারনেি সংস্থাট।ি সাগর-রুনি হত্যা মামলায় আসামি ৮ জন। তারা হলনে বাড়রি নরিাপত্তার্কমী এনাম আহমদে ওরফে হুমায়ুন কবরি, রফকিুল ইসলাম, বকুল ময়িা, মন্টিু ওরফে বারগরিা মন্টিু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
৭৯ বার পছোল তদন্ত প্রতবিদেন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- 59
ট্যাগ :
জনপ্রিয়




















