বর্ষায় ঢাকার রাস্তা খুঁড়ে বিদ্যুতের লাইন বসাতে দিতে চায় না দুই সিটি করপোরেশন। আর এতে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন নির্মাণের কাজ অনেকটাই পিছিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি ঢাকার বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনুষ্ঠিত এক সভায় ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানির তরফ থেকে সিটি করপোরেশনের এই সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানানো হয়। দুই বিতরণ কোম্পানির প্রধানই জানান, এতে করে তারা বিতরণ লাইন নির্মাণে পিছিয়ে পড়বে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, বিষয়টি নিয়ে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করা জরুরি। আমরা ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগকে জানিয়েছি। গত বছর করোনার কারণে কোনও কাজ করা সম্ভব হয়নি। চলতি বছর যদি কাজ না করা যায় তাহলে আমরা দুটি বছর পিছিয়ে পড়বো। আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে। একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। খুব শিগগির সভা হবে। ইতোমধ্যে এলজিইডির সঙ্গে আমরা কথা বলেছি। যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলি জানান, সিটি করপোরেশন বর্ষা মৌসুমে কোনও লাইন নির্মাণের জন্য রাস্তা খুঁড়তে দিতে চায় না। বিশেষ কোনও কারণে রাস্তা খুঁড়লেও সেখানে দ্বিগুণ হারে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা রেখেছে। এই পরিস্থিতিতে তিনি বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেন। সরকার রাজধানীর সকল বিদ্যুৎ বিতরণ লাইন ভূগর্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনের অনুমতি প্রয়োজন হয়। সিটি করপোরেশন অনুমতি না দিলে বিদ্যুৎ বিতরণ কোম্পানি রাস্তা খুঁড়ে লাইন বসাতে পারে না। আবার বর্ষা মৌসুমে রাস্তা খুঁড়ে রাখলে জনদুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। ঢাকার রাস্তা বিদ্যুৎ বিতরণ কোম্পানির বাইরেও ওয়াসা, সিটি করপোরেশন এবং টেলিফোন কোম্পানিগুলো খুঁড়ে থাকে। আবার এসব রাস্তা কখন খোঁড়া হবে তারও কোনও ঠিক-ঠিকানা থাকে না। কোনও সময় দেখা যায়, একই রাস্তা কয়েক মাসের ব্যবধানে খোঁড়া হচ্ছে। ফলে মানুষের দুর্ভোগের আর সীমা থাকে না। এখন ঢাকার প্রধান সড়কে মেট্রোরেলের কাজ চলছে। এছাড়া কয়েকটি সড়কে মেট্রোরেলের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। দুই কারণে ঢাকার যানজট কয়েকগুণ বেড়েছে। এরমধ্যে আবার রাস্তা খোঁড়ার অনুমতি দিলে নাগরিক দুর্ভোগ বাড়বে। অন্যদিকে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ না করা হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মকর্তারা বলছেন, আমরা সিটি করপোরেশনের কাছে রাস্তা খোঁড়ার অনুমতি নেওয়ার সময়ই রাস্তা সংস্কারের টাকা অগ্রিম দিয়ে থাকি। কিন্তু দেখা যায় আমরা রাস্তা খুঁড়ে বিদ্যুৎ লাইন নির্মাণ করে আসার দীর্ঘদিন পরেও রাস্তা ঠিক করা হয় না। সঙ্গে সঙ্গে লাইনটি নির্মাণ করা হলে এই সমস্যা আর হয় না। কিন্তু আমাদের ঠিকাদাররা লাইন বসিয়ে চলে আসে। এরপর সিটি করপোরেশন রাস্তা সংস্কার করে। কিন্তু সাধারণ মানুষ দেখে আমরাই লাইনের কাজ করেছি অর্থাৎ আমরা রাস্তা খুঁড়েছি। দায় এসে আমোদের ওপর পড়ে।
১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
রাস্তা খুঁড়তে দেবে না সিটি করপোরেশন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- 69
ট্যাগ :
জনপ্রিয়





















