অভয়াশ্রমের ৬ জেলায় ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও পদ্মা থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরে তোলা হচ্ছে মাওয়া আড়তে। ছুটির দিনে ইলিশ কিনতে ভিড় করেন ক্রেতারা। তবে দাম বেশি বলে অভিযোগ তাদের। ভোর থেকেই হাঁকডাকে মুখর মাওয়া মৎস্য আড়ত। নিষেধাজ্ঞা থাকলেও সয়লাব ইলিশে। পদ্মার তাজা ইলিশ কিনতে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে আসেন ক্রেতারা। চাহিদা বেশি থাকায় ইলিশের দামও বেশি। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। আর ৭০০ গ্রাম থেকে ৮০০ গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। একজন ক্রেতা জানান, গত সপ্তাহেরে তুলনায় এ সপ্তাহে ইলিশের দাম অনেক বেশি। কেজি ২০০ টাকা বেড়েছে। এদিকে, আড়তের আধুনিকায়নের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়ত সভাপতি ছানা রজ্ঞন দাস। তিনি বলেন, এ আড়তে আসার জন্য ভালো রাস্তা নেই। আড়তে আসা ক্রেতাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা নেই। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, পদ্মা সেতুর জন্য কোনো জায়গা বরাদ্ধ দেয়া যাচ্ছে না। পুরাতন এ আড়তে ২৯টি আড়ত রয়েছে। প্রতিদিন এখানে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।
১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
পদ্মায় মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- 61
ট্যাগ :
জনপ্রিয়





















