করোনা প্রতিরোধে নাগরিকরা টিকা নিচ্ছেন কিনা, টিকা নিয়ে ভ্রমণে যাচ্ছেন কিনা, সেটি নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ডিজিটাল ভ্রমণ সনদ বা ভ্যাকসিন পাসপোর্ট প্রণয়নের পরিকল্পনা করছে (ইইউ)। এতে করে ইইউ ভুক্ত দেশগুলোর নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ আরো সহজ হবে। চলতি বছরের মাঝামাঝিতেই জোটভুক্ত দেশের নাগরিকরা এ সনদ হাতে পাবেন। এক্ষেত্রে নাগরিকদের মধ্যে কোন ধরনের বৈষম্য করা হবে না বলেও মন্তব্য করেছে ইইউ। এ সনদের মধ্য দিয়ে ইইউ’তে ভ্রমণে আসা নাগরিকদের কোভিড-১৯ এর টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। যাদের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে তাদের চিহ্নিত করা এবং যারা করোনা থেকে সেরে উঠেছেন, তাদের যথাযথ তথ্য থাকবে। সহজেই জানা যাবে কে ভ্রমণ করতে পারছেন আর কে পারছেন না। তবে সনদটি কীভাবে কাজ করবে তা নিয়ে শিগগিরই আলোচনায় বসবে জোটটির ২৭ সদস্য দেশের প্রধানরা। এ উদ্যোগের বিরোধিতা করে আসছে কয়েকটি সদস্য রাষ্ট্র। তারা বলছেন, এ সিস্টেম চালু হলে বৈষম্যের শিকার হবেন তারা। বিদেশ ভ্রমণে আগ্রহ হারাবে বেশিরভাগ নাগরিক। তরুণ সম্প্রদায় তো ঘুরতে যেতেই পারবেন না। কারণ তাদের অনেকেই বয়সের সীমাবদ্ধতার কারণে টিকার আওতায় আসছেন না। তবে ইউরোপীয়ান কমিশন বলছে, সনদ প্রদানে কোন বৈষম্য করা হবে না। ইইউ আপাতত কয়েক মাসের মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিন সার্টিফিকেট প্রস্তুত করার লক্ষ্য নিয়েছে। পর্যটন মৌসুমে ‘ডিজিটাল গ্রিন পাসপোর্ট’ প্রস্তুত করে যতটা সম্ভব পর্যটনের সুযোগ করে দিতে চান তারা। ইইউ দেশগুলোর যেসব মানুষ টিকার সব ডোজ পেয়েছেন, তাদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব হবে। কিন্তু টিকা পেলেই যে অন্যদের সংক্রমণের আশঙ্কা দূর হবে, এখনও এমন প্রমাণ না পাওয়ায় সেই সার্টিফিকেটের উপযোগিতা নিয়ে দ্বিমত আছে। প্রত্যেক দেশ এক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নেবে বলেও মনে করে ইইউ।
১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ডিজিটাল ভ্রমণ সনদ চালু করবে ইউরোপীয় ইউনিয়ন
-
আন্তর্জাতিক ডেস্ক - প্রকাশিত : ১২:০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- 61
ট্যাগ :
জনপ্রিয়





















