মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের কারণে গ্রেপ্তার হওয়া কয়েকশত বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক জান্তা। বুধবার বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনের একটি কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শী ও দেশটির গণমাধ্যম জানিয়েছে। এদিন সকালে কয়েকশত বন্দিকে বেশ কয়েকটি বাসে করে ইয়াঙ্গনের ইনসেইন কারাগারের বাইরে নিয়ে যাওয়া হয় বলে কয়েকজন কারাবন্দির আইনজীবীসহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কতোজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। এ বিষয়ে জানতে ফোন করা হলেও সামরিক বাহিনীর একজন মুখপাত্র কলের উত্তর দেননি। কারাগার থেকে বের হওয়া প্রায় ১৫টি বাস দেখেছেন জানিয়ে একজন আইনজীবী বলেন, যাদের মুক্তি দেওয়া হয়েছে তারা সবাই হয় প্রতিবাদের কারণে গ্রেপ্তার হয়েছিলেন অথবা রাতে গ্রেপ্তার হয়েছিলেন বা শুধু কেনাকাটা করতে বের হয়ে আটক হয়েছিলেন। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে অন্তত দুই হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে মানবাধিকার আন্দোলনকারী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে।
০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে মুক্তি পেল কয়েকশত বন্দি
-
আন্তর্জাতিক ডেস্ক - প্রকাশিত : ১২:০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- 62
ট্যাগ :
জনপ্রিয়




















