০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগ জড়িত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে তার সবকিছুই আওয়ামী লীগ করেছে। তাই দেশের সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। বুধবার নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ নিশ্চয়ই স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে। আর সেই পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরো বলেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে এবং বিভিন্ন দেশের অতিথিরা আসছেন তখন একটা চক্র আবারো ভারত সরকারের বিরোধিতায় সক্রিয় হয়ে উঠেছে। স্বাধীনতার পরাজিত শক্তিরাই এ বিরোধিতা করছে। এরা কখনো দেশের ভালো দেখতে পারে না। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার বিরোধিতাকারীদের ইন্ধন জোগাচ্ছে বিএনপি। সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, এমপি শহীদুজ্জামান সরকার প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগ জড়িত

প্রকাশিত : ১২:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে তার সবকিছুই আওয়ামী লীগ করেছে। তাই দেশের সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। বুধবার নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ নিশ্চয়ই স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে। আর সেই পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরো বলেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে এবং বিভিন্ন দেশের অতিথিরা আসছেন তখন একটা চক্র আবারো ভারত সরকারের বিরোধিতায় সক্রিয় হয়ে উঠেছে। স্বাধীনতার পরাজিত শক্তিরাই এ বিরোধিতা করছে। এরা কখনো দেশের ভালো দেখতে পারে না। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার বিরোধিতাকারীদের ইন্ধন জোগাচ্ছে বিএনপি। সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, এমপি শহীদুজ্জামান সরকার প্রমুখ।