দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। ওই তালিকায় ১৩ হাজার ৯৩১ জন নাগরিকের তালিকা দাখিল করা হয়েছে। বুধবার পুলিশের বিশেষ শাখার (ইমিগ্রেশন) পুলিশ সুপার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ তালিকা দাখিল করেন। এর আগে অর্থপাচারকারীদের তালিকা চাওয়ার পর গত ২১ ডিসেম্বর দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। কানাডাসহ দেশের বাইরে অর্থপাচারকারীদের নাম, ঠিকানাসহ যাবতীয় তথ্য চেয়ে গত ২২ নভেম্বর আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। ওই রুলের ধারাবাহিকতায় দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তালিকা চেয়ে আদেশ দেন। প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বিদেশে অর্থ পাচার নিয়ে বক্তব্য দেন। এরপর এ বিষয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন আমলে নিয়ে অর্থপাচারকারীদের তালিকা চেয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।
১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
১৪ হাজার দ্বৈত নাগরিকের তালিকা হাইকোর্টে
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- 48
ট্যাগ :
জনপ্রিয়




















