করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি ও বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজ এ তথ্য নিশ্চিত করেছেন এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বুধবার থেকে ২ সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে জেলার কোনো পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান গ্রহণ করতে পারবে না। আর পর্যটক সমাগম কমে গেলে হোটেল মোটেলেও পর্যটক শূন্য থাকবে বিধায় আনুষ্ঠানিক ভাবে হোটেল মোটেল বন্ধ ঘোষণা করা হয়নি। এদিকে, এই ঘোষণার পর বান্দরবান জেলার নাফাকুম, রেমাক্রি, তিন্দু, দেবতাকুম, বগালেক, মেঘলা, নীলাচল, চিম্বুকসহ যেসব পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান করছে, তাদের দ্রুত পর্যটন স্পট ছেড়ে নিজ গন্তব্যে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়ি-বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বন্ধ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- 58
ট্যাগ :
জনপ্রিয়




















