০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ফের কঠোর লকডাউনে ইতালি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে ইউরোপের দেশ ইতালি। সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক সংক্রমণের পর দেশটি এই সিদ্ধান্ত নেয় বলে শনিবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইতালি বর্তমানে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েভ মোকাবিলা করছে। দেশটিতে প্রতিদিনই ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার কারণে দেশটির সকল অঞ্চলই ‘রেড জোন’ ঘোষণা করে সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজার ৩২৮ জন মারা গেছেন। এছাড়া প্রায় ৩৬ লাখ মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ট্যাগ :
জনপ্রিয়

বগুড়ায় নির্বাচন পর্যবেক্ষন করতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল

ফের কঠোর লকডাউনে ইতালি

প্রকাশিত : ১২:০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে ইউরোপের দেশ ইতালি। সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক সংক্রমণের পর দেশটি এই সিদ্ধান্ত নেয় বলে শনিবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইতালি বর্তমানে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েভ মোকাবিলা করছে। দেশটিতে প্রতিদিনই ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার কারণে দেশটির সকল অঞ্চলই ‘রেড জোন’ ঘোষণা করে সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজার ৩২৮ জন মারা গেছেন। এছাড়া প্রায় ৩৬ লাখ মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।