লকডাউনের কারণে কাজ হারানো ক্ষতিগ্রস্ত নিম্ন-মধ্যবিত্তের পরিবারের ভরণ-পোষণ, বাড়িভাড়া, ইউটিলিটি বিলসহ সকল দায়-দায়িত্ব সরকারকে নেয়ার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ‘গত বছর লকডাউনের ফলে কী রকম মানবিক সংকট সৃষ্টি হয়েছিল তা আমরা সকলে দেখেছি। সেই লকডাউনে অনেকে চাকরি হারিয়ে এখনো পর্যন্ত চাকরি পাননি। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। আমাদের দাবি জানানোর পরও ভাড়াটিয়াদের বাড়িভাড়া, দোকান ভাড়া মওকুফ করা হয়নি। খুবই স্বল্পসংখ্যক বাড়িওয়ালা উদারতার পরিচয় দিয়ে ভাড়া মওকুফ করেছিলেন। আগের লকডাউনের ধাক্কা কাটিয়ে উঠার আগেই পুনরায় লকডাউনের ফলে দেশের নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি নিঃশেষ হয়ে যাবে।’ভাড়াটিয়া পরিষদের সভাপতি আরও বলেন, ‘আমরা সরকারকে লকডাউনের শর্তগুলো ভেবে দেখার অনুরোধ করছি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি নেমে সকল কার্যক্রম কীভাবে চালানো যায় সে বিষয়টি বিবেচনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় মানুষ করোনায় নয়, না খেয়ে মারা যাবে।’
০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
লকডাউনে নিম্ন-মধ্যবিত্তের দায়-দায়িত্ব সরকারকে নেয়ার দাবি
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- 60
ট্যাগ :
জনপ্রিয়




















