তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাসে শনিবার এক মিনিবাস দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। স্থানীয় এক সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে এতে আরও চারজন আহত হয়েছে। খবর সিনহুয়া’র।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কাহরামানমারাস-কেইসেরি মহাসড়কের বেসলুক অঞ্চলে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


























