রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের সংঘর্ষে বিলাস (৩০) নামে হানিফ পবিহনের চালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারাংপুর বড় মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাটোর জেলায়।
গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ফাঁকা একটি বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একতা পরিবহন সারাংপুর বড় মসজিদের সামনে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাঁকের কাছে আসলে হানিফ পরিবহন বাসটি ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের চালক ও সহকারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক চালক বিলাসকে মৃত্যু ঘোষণা করেন।
তবে একতা পরিবহনের কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।






















