০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

তোমার জামার বোতাম ঘিরে

বোদ্ধা নই, বুক রিভিউ দিবো। বরং বলি– একজন প্রিয় লেখকের মনের খাতা পড়ে পাঠকের আয়নায় কি তার প্রতিবিম্ব পড়লো– তারই কিছুটা আলোকচ্ছটা এ লেখনী। হুম বলছি – আবু হেনা মোরশেদ জামানের এইবারের বই মেলায় জাগৃতি প্রকাশনী (স্টল ১৫৪-১৫৬) থেকে প্রকাশিত ‘তোমার জামার বোতাম ঘিরে’ কাব্যগ্রন্থ, না না ছড়াগ্রন্থটির কথা। লেখক স্বয়ং বলছেন– কবিতা, না ছড়া জানিনা। তবে, পাঠক হিসেবে আমি জানি– ঝকঝকে মলাটের পোষাকে আমি লেখকের ডায়েরি পড়ছি। কৈশোর বা সদ্য তারুণ্যে মনের আকুলিবিকুলি যখন সব যায়না বলা, সেই অব্যক্ত কথাগুলি খুব সহজ সরল দৈনন্দিন ভাষায় ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে ‘রিনি’কে লেখা– “শ্যাম কিশোরী সুদর্শনা/তোমায় আমি চিনি” অথবা “ভর দুপুরে ছাদের ওপর/উড়ছে তোমার চুল/ তুমি, তুমিই, ভালোবেসে হয়নি আমার ভুল” আমাদেরকে নস্টালজিক করে ফেলে, নিয়ে যায় সেই পিছিয়ে পড়া স্মৃতির কাছে– যখন কম-বেশি সবাই কবি হয়েছিলাম কাউকে ভালোবেসে বা ভালো লেগে। আমাদের কবি কেবল রোমান্টিসিজমে ভুগেননি, পরাবাস্তবতার স্ফূরণ দেখি, “ভেতর বাহির এ সমাজের/যেখানটাতেই যাও/ কালো মনের সাদা মানুষ/ দেখতে অনেক পাও” অথবা ছড়ায় ছড়ায় “আর কিছু না, আছে আমার /পকেট ভরা হট মানি”। লেখকের অন্যায় বিরুদ্ধে সযতন বিদ্রোহ “আসে পাবলিক– স্বৈরাচারী তোকে শত ধিক”। এমনি করে এ গ্রন্থ শৈশব থেকে মৃত্যু, প্রেম থেকে প্রকৃতি– জীবনের প্রতিটি অধ্যায়ই ১১টি পর্বে সেজেছে। সব বল্লাম না, আরো বেশি অর্থময়, সুন্দর কবিতা পাঠকের জন্যই রেখে দিলাম। প্রচ্ছদের জামায় বোতাম খোঁজলাম, পরে বুঝলাম– এইতো লেখকের কল্পনার জগৎ যা ঘিরে আবু হেনা মোরশেদ জামান এর কত কথা! সেই কথাগুলিকে ঘিরে ক্ষুদ্র এ ভক্তের ভালবাসার নির্যাস, সফল হবে যদি আপনিও স্যারের ‘বোতাম’টিকে একটু খোঁজেন, একটু বুঝার চেষ্টা করেন। আমন্ত্রণ রইলো…..

ট্যাগ :
জনপ্রিয়

তোমার জামার বোতাম ঘিরে

প্রকাশিত : ১২:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১

বোদ্ধা নই, বুক রিভিউ দিবো। বরং বলি– একজন প্রিয় লেখকের মনের খাতা পড়ে পাঠকের আয়নায় কি তার প্রতিবিম্ব পড়লো– তারই কিছুটা আলোকচ্ছটা এ লেখনী। হুম বলছি – আবু হেনা মোরশেদ জামানের এইবারের বই মেলায় জাগৃতি প্রকাশনী (স্টল ১৫৪-১৫৬) থেকে প্রকাশিত ‘তোমার জামার বোতাম ঘিরে’ কাব্যগ্রন্থ, না না ছড়াগ্রন্থটির কথা। লেখক স্বয়ং বলছেন– কবিতা, না ছড়া জানিনা। তবে, পাঠক হিসেবে আমি জানি– ঝকঝকে মলাটের পোষাকে আমি লেখকের ডায়েরি পড়ছি। কৈশোর বা সদ্য তারুণ্যে মনের আকুলিবিকুলি যখন সব যায়না বলা, সেই অব্যক্ত কথাগুলি খুব সহজ সরল দৈনন্দিন ভাষায় ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে ‘রিনি’কে লেখা– “শ্যাম কিশোরী সুদর্শনা/তোমায় আমি চিনি” অথবা “ভর দুপুরে ছাদের ওপর/উড়ছে তোমার চুল/ তুমি, তুমিই, ভালোবেসে হয়নি আমার ভুল” আমাদেরকে নস্টালজিক করে ফেলে, নিয়ে যায় সেই পিছিয়ে পড়া স্মৃতির কাছে– যখন কম-বেশি সবাই কবি হয়েছিলাম কাউকে ভালোবেসে বা ভালো লেগে। আমাদের কবি কেবল রোমান্টিসিজমে ভুগেননি, পরাবাস্তবতার স্ফূরণ দেখি, “ভেতর বাহির এ সমাজের/যেখানটাতেই যাও/ কালো মনের সাদা মানুষ/ দেখতে অনেক পাও” অথবা ছড়ায় ছড়ায় “আর কিছু না, আছে আমার /পকেট ভরা হট মানি”। লেখকের অন্যায় বিরুদ্ধে সযতন বিদ্রোহ “আসে পাবলিক– স্বৈরাচারী তোকে শত ধিক”। এমনি করে এ গ্রন্থ শৈশব থেকে মৃত্যু, প্রেম থেকে প্রকৃতি– জীবনের প্রতিটি অধ্যায়ই ১১টি পর্বে সেজেছে। সব বল্লাম না, আরো বেশি অর্থময়, সুন্দর কবিতা পাঠকের জন্যই রেখে দিলাম। প্রচ্ছদের জামায় বোতাম খোঁজলাম, পরে বুঝলাম– এইতো লেখকের কল্পনার জগৎ যা ঘিরে আবু হেনা মোরশেদ জামান এর কত কথা! সেই কথাগুলিকে ঘিরে ক্ষুদ্র এ ভক্তের ভালবাসার নির্যাস, সফল হবে যদি আপনিও স্যারের ‘বোতাম’টিকে একটু খোঁজেন, একটু বুঝার চেষ্টা করেন। আমন্ত্রণ রইলো…..