রোববার ১১ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবসহ ৬৪টি জেলা শহরের সকল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তবে করোনাভাইরাসের উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তাতে বলা হয়, আগামী ১১ এপ্রিল আহ্বানকৃত মানববন্ধন করোনাভাইরাসে সৃষ্ট উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আপাতত স্থগিত করা হলো। পরবর্তীতে সময়সূচি সবাইকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। প্রসঙ্গত, লকডাউনে হোটেল-রেস্তোরাঁয় শুধু পার্সেল বা অনলাইনের বিক্রয় নয়, স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই বসিয়ে খাওয়ানোর সুযোগ চাই দেশের হোটেল-রেস্তোরাঁ মালিকরা। পাশাপাশি আসন্ন রমজানে স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও সেহেরি বিক্রয় করতে চায় রেস্তোরাঁগুলো। এ সময়ে সরকারি এজেন্সি সমূহ থেকে বিমাতা সুলভ আচরণের পরিবর্তে ব্যবসা-বান্ধব আচরন কামনা করেন তারা। শনিবারের মধ্যে এসব দাবি দাওয়া পূরণ না হলে রোববার ১১ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবসহ ৬৪টি জেলা শহরের সকল প্রেস ক্লাবে এক সাথে বাচাঁর দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি ডেকেছিল সংগঠনটি।
১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মানববন্ধন করবে না রেস্তোরাঁ মালিক সমিতি
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















