ঝিনাইদহে নাশকতা এড়াতে অভিযান চালিয়ে ৫৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রবিবার রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ২৭জন, কালীগঞ্জ থেকে সাতজন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ছয়জন, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে সাতজনকে গ্রেফতরা করা হয়।
গ্রেফতারদের মধ্যে জামায়াতের এক ও বিএনপির নয় নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।






















