১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

প্রশ্নফাঁসের দায়ে স্কুলছাত্রসহ আটক ২

চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে একজন স্কুলছাত্র আছে।

রবিবার গভীর রাতে উপজেলার ডাবুয়া বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. ইমরান (১৮) এবং নূরুল আফসার সবুজ (২০)।

ইমরান ডাবুয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং সবুজ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন বলে জানিয়েছেন র‌্যাবের উপ অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান।

তিনি জানান, আটক দুজনের মোবাইলে পরীক্ষার আগে পাওয়া প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করার প্রমাণ পাওয়া গেছে। এমনকি রবিবার অনুষ্ঠিত আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রও তারা আগেই ফেসবুকের মাধ্যমে ফাঁস করেন।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রতিটি বিষয়ের প্রশ্নই এসেছে সামাজিক মাধ্যমে। প্রতিদিনই প্রশ্ন এসেছে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা আগে।

গত ৪ ফেব্রুয়ারি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত আটক হয়েছে ৫০ জনেরও বেশি। এরা সবাই সামাজিক মাধ্যমে প্রশ্ন বিলিয়ে বেড়াত। ঢাকা থেকে আট ১৪ জন পুলিশকে জানিয়েছে, ট্রেজারি থেকে কেন্দ্রে প্রশ্ন পাঠানোর সময় দায়িত্বপ্রাপ্তরা ছবি তুলে তাদেরকে প্রশ্ন পাঠায়।

যারা এভাবে প্রশ্ন পাঠায়, তারা কোনো একটি নির্দিষ্ট এলাকার না। একেকদিন একেক এলাকা থেকে প্রশ্ন আসত তাদের কাছে। আর আইনশৃঙ্খলা বাহনী এবার সেই কর্মীদের ধরার চেষ্টায় আছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রশ্নফাঁসের দায়ে স্কুলছাত্রসহ আটক ২

প্রকাশিত : ১২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে একজন স্কুলছাত্র আছে।

রবিবার গভীর রাতে উপজেলার ডাবুয়া বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. ইমরান (১৮) এবং নূরুল আফসার সবুজ (২০)।

ইমরান ডাবুয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং সবুজ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন বলে জানিয়েছেন র‌্যাবের উপ অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান।

তিনি জানান, আটক দুজনের মোবাইলে পরীক্ষার আগে পাওয়া প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করার প্রমাণ পাওয়া গেছে। এমনকি রবিবার অনুষ্ঠিত আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রও তারা আগেই ফেসবুকের মাধ্যমে ফাঁস করেন।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রতিটি বিষয়ের প্রশ্নই এসেছে সামাজিক মাধ্যমে। প্রতিদিনই প্রশ্ন এসেছে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা আগে।

গত ৪ ফেব্রুয়ারি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত আটক হয়েছে ৫০ জনেরও বেশি। এরা সবাই সামাজিক মাধ্যমে প্রশ্ন বিলিয়ে বেড়াত। ঢাকা থেকে আট ১৪ জন পুলিশকে জানিয়েছে, ট্রেজারি থেকে কেন্দ্রে প্রশ্ন পাঠানোর সময় দায়িত্বপ্রাপ্তরা ছবি তুলে তাদেরকে প্রশ্ন পাঠায়।

যারা এভাবে প্রশ্ন পাঠায়, তারা কোনো একটি নির্দিষ্ট এলাকার না। একেকদিন একেক এলাকা থেকে প্রশ্ন আসত তাদের কাছে। আর আইনশৃঙ্খলা বাহনী এবার সেই কর্মীদের ধরার চেষ্টায় আছে।