অনেকের কাছে ১৩ সংখ্যাটি আনলাকি থার্টিন হলেও বাংলাদেশ ক্রিকেট দলের কাছে ১৩ সংখ্যাটি বোধ করি আনলাকি নয়। কেননা, ১৯৯৭ সালের ১৩ এপ্রিল আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ। ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ জিতে নেয় প্রথম কোন শিরোপা। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ১৩ এপ্রিল তাই বিশেষ একটি দিন। আনলাকি নয়, বরং লাকি! বলা যায় বাংলাদেশ ক্রিকেটের বাক বদলের দিনও এটি। সেই শিরোপা জয়ের দুই যুগ পূর্তি হলো গতকাল। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আইসিসি ট্রফিতে খেলা সাধারণ কোন ঘটনা ছিল না। যা ছিল ৯৯ বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টও। বিশ্বকাপে খেলা ছিল বাংলাদেশের কাছে স্বপ্নের মতো। কোয়ালিফায়ার টুর্নামেন্টের নিয়ম ছিল সেরা তিন দল খেলবে বিশ্বকাপ। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নেয় আকরাম খানের দল। সেই দিনটি ছিল ৯ এপ্রিল। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সোনায় খচিত তারিখ!
স্কটল্যান্ডকে হারিয়ে ৯৯’ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেই থেমে থাকেনি বাংলাদেশ। ফাইনালে সেই সময়ের শক্তিশালী দল কেনিয়াকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় লাল-সুবজের প্রতিনিধিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত কিলাব মাঠে ১২ এপ্রিল শুরু হয়েছিল সেই ম্যাচ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪১ করেছিল কেনিয়া। তবে বৃষ্টির কারণে সেদিন বাংলাদেশ আর ব্যাট করতে পারেনি। পরদিনও বৃষ্টির হানা ছিল। বৃষ্টি আইনে ২৫ ওভারে ১৬৬ রানের টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে। শেষ বলে হাসিবুল হোসেন শান্ত এক রান নিলে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সময়ের হিসেবে ২ যুগ পার করলো সেই ট্রফি জয়ের। এ কথা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থার পেছনে আইসিসি ট্রফি জয় বড় একটি প্রেরণার নাম। যার প্রেক্ষিতে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় টাইগাররা। তবে এটাও সত্যি ২৪ বছরে বাংলাদেশের ক্রিকেট উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়েছে। আগ্রগতি আসলে কতটা? সেই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। ১৯৯৭ থেকে ২০২১। দীর্ঘ এই দুই যুগে ক্রিকেটের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে প্রশ্ন বা আক্ষেপ আছে এটা সত্যি। তবে প্রাপ্তির খাতাও কম নয়। ২৪ বছরে আকরাম-নান্নু-রফিকদের বিদায়ের পর এসেছে তামিম-সাকিব-মুশফিকরা। যারা দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীতে নতুন তারকার হাত ধরে ক্রিকেট পাবে তার কাঙ্খিত সাফল্য। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ১৬ কোটি মানুষের প্রত্যাশা একদিন বিশ্বকাপ জিতবে বাংলাদেশ।
রুদ্ধশ্বাস ম্যাচে জিতলো পাঞ্জাব : ক্রাড়া ডেস্ক: আইপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসকে চার রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের দেয়া ২২২ রানের টার্গেটে খেলতে নেমে ২১৭ রানে থামে রাজস্থানের ইনিংস। মুম্বাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে মায়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় পাঞ্জাব। তবে দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও লোকেশ রাহুল ৬৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পাঞ্জাবকে। গেইল ৪০ রান করে বিদায় নেন। এরপর দীপক হুদার সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে সেই ভিত আরও মজবুত করেন রাহুল। তার ৯১ আর দিপকের ৬৪ রানের সুবাদে ৬ উইকেটে ২২১ রানের বড় পুঁজি পায় পাঞ্জাব। প্রথম ম্যাচে রাজস্থানের একাদশে সুযোগ পেয়ে ভালো কিছু করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেট শুন্য থাকেন তিনি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুটা ভালো হয়নি রাজস্থানের। রানের খাতা খোলার আগেই আউট হন বেন স্টোকস। মানান ভোহরা ১২ রান করে ফিরে যান দ্রুত। জস বাটলার, শিভাম ডুবে ও রিয়ান পরাগও দলের হাল ধরতে ব্যর্থ হন। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাট করে দলকে জয়ের স্বপ্ন দেখান সানজু স্যামসন। কিন্তু চার রান বাকি থাকতেই থেমে যায় রাজস্থানের ইনিংস। ১১৯ রানের ইনিংস খেলে ইনিংসের শেষ বলে আউট হন স্যামসন।
০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
প্রেরণার নাম আইসিসি ট্রফি জয়
-
সাহাদাৎ হোসেন - প্রকাশিত : ১২:০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- 46
ট্যাগ :
জনপ্রিয়





















