তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর চট্টগ্রাম অঞ্চলের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের বরণ ও সদ্য সাবেক পর্ষদের বিদায় অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় খূলশীর বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের (২০২১-২৩) প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী ও বিদায়ী প্রথম সহ-সভাপতি, সহ-সভাপতি এবং চট্টগ্রাম অঞ্চলের নব-নির্বাচিত পরিচালক ও বিদায়ী পরিচালকরা সরাসরি ও ভাচুয়ালি অংশ নেন। বিজিএমইএর নতুন সভাপতি ফারুক হাসান ভার্চুয়াল বক্তব্যে বর্তমান করোনা মহামারিতে পোশাক শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখার নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বর্তমান সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তরিত করে কার্যক্রম পরিচালনা ও বর্তমান করোনা পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে কারখানা পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। সদ্যবিদায়ী প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম নবনির্বাচিত পর্ষদকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি একজন তরুণ সংগঠক এবং এ শিল্পের সঙ্গে ও বিজিএমইএর কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরেই কার্যকর ভাবে সম্পৃক্ত আছেন। আশা করি তার নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ পুরাতন ও নতুনদের অভিজ্ঞতার সমন্বয়ে বিজিএমইএর কার্যক্রমকে আরও গতিশীল ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বর্তমান করোনা পরিস্থিতিতে বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল পোশাক শিল্পের মালিক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও এ সেক্টরের ভাবমূর্তি উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি অভিমত দেন।
০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের বরণ ও বিদায়
-
নূর হোসেন মামুন, চট্টগ্রাম - প্রকাশিত : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- 57
ট্যাগ :
জনপ্রিয়





















