বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে সৌদি আরব ও ওমানে পৌঁছেছেন ৪৭৬ প্রবাসী কর্মী। এরমধ্যে বিমানে ২৭১ জন ও এয়ার অ্যারাবিয়ায় ২০৫ জন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি বিশেষ ফ্লাইট যোগে তারা কর্মস্থলের দেশগুলোতে পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত রয়েছে। এরই মধ্যে রিয়াদ-মাস্কাট ও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে তিনটি ফ্লাইট। আজ রোববার ফ্লাইট নিয়ে কোনো সমস্যা নেই। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। উল্লেখ্য, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে সরকার। ফলে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে পাঁচটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে শতাধিক বিশেষ ফ্লাইট অনুমোদন দেয় সরকার। শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু করা হয়।
০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিশেষ ফ্লাইটে সৌদি-ওমান পৌঁছেছেন ৪৭৬ প্রবাসী কর্মী
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















