পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ডিএসই জানিয়েছে, সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চেয়ে ৬টি কোম্পানিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আনোয়ার গ্যালভানাইজিং, ঢাকা ডাইং, বেক্সিমকো সিনথেটিক, সোনারগাঁও টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
ডিএসইর তথ্য অনুযায়ী, ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারের দাম গত ৫ ফেব্রুয়ারি থেকে টানা বাড়ছে। এর কারণ জানতে চেয়ে ১১ ফেব্রুয়ারি কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। একই দিন নোটিশ পাঠানো হয় বেক্সিমকো সিনথেটিক ও সোনারগাঁও টেক্সটাইলকে। কোম্পানি দু’টির শেয়ারের দাম গত ৩১ জানুয়ারি থেকে টানা বাড়ছে।
অপর তিন প্রতিষ্ঠানের মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও ঢাকা ডাইংয়ের শেয়ারের দাম ৫ ফেব্রুয়ারি থেকে টানা বাড়ছে। আনোয়ার গ্যালভানাইজিংয়ের দাম টানা বাড়ছে ৭ ফেব্রুয়ারি থেকে।


























