কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়েছে। তাই এই সুযোগে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। এই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে ১২(এক ডজন) জনের অধিক নাম। তাদের মধ্যে এই সংসদ সদস্যের ছেলে, মেয়ে, আপন সহোদর, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, অবসরপ্রাপ্ত আমলা রয়েছেন। মহামারি করোনার কারণে কড় লাকডাউনের মধ্যেই বুড়িচং – ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের আলোচনায়ও এই একই ইস্যু। চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ ফেসবুকে আলাপে ঘুরেফিরেই আসছে আগামী উপ নির্বাচনে কে হবে কুমিল্লা-৫ আসনের অভিভাবক?। জেলার সব আসনের মধ্য (কুমিল্লা-৫) আসনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। আসনটি মূলত দীর্ঘ বছর ধরে অধ্যক্ষ মোঃ ইউনুস এমপি ও এড আব্দুল মতিন খসরু’র দখলে ছিলেন। তাই নতুনরা আসার সুযোগ পায়নি। অধ্যক্ষ ইউনুস এমপির মৃত্যুর ১৭ দিন পর করোনায় পরকালে চলে গেলেন আব্দুল মতিন খসরু এমপি। তাদের মৃত্যুর ৪০ দিন না যেতেই উপ-নির্বাচন নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। প্রয়াত আবদুল মতিন খসরুর একসময়ের রাজনৈতিক শিষ্য সাজ্জাদ হোসেন জানান, এই আসনে আগামীতে যা কিছু হবে, সেটা আমরা দুই উপজেলার নেতারা মিলে সিদ্ধান্ত নেব। কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনটি দেশ স্বাধীনের আগ থেকেই আওয়া লীগ সমর্থকদের এলাকা। স্বাধীনতা-পরবর্তী এই আসনটি থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু ১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ ইং মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী হয়েছেন। এ কারণে বলতে গেলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ভোটাররা আবদুল মতিন খসরু এবং আওয়ামী লীগের সমর্থক। স্বাধীনতা-পরবর্তী অনুন্নত এই দুটি সীমান্তবর্তী উপজেলার সামগ্রিক উন্নয়নে বিরাট অবদান রেখেছেন প্রিয় নেতা আবদুল মতিন খসরু। তিনি মারা যাওয়ার পরই এলাকায় আলোচনায় আসতে থাকে এই শূন্য আসনের এমপি প্রার্থী হতে ইচ্ছুক একাধিক ব্যক্তির নাম। এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ‘সোনার বাংলা কলেজ’-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য আবদুস সালাম বেগ। এ ছাড়াও এ্যাড. আব্দুল মতিন খসরু’র স্ত্রী সেলিনা সোবহান খসরু’র নামও শোনা যাচ্ছে। আরো যারা প্রার্থী হতে আগ্রহী তারা হলেন প্রয়াত সংসদ সদস্য মতিন খসরুর ছেলে মুনেফ ওয়াসিফ, মেয়ে ডা. উম্মে হাবিবা দিলশাদ মুনমুন, মতিন খসরুর ভাই কুমিল্লা বারের সাবেক সভাপতি আইনজীবী আবদুল মমিন ফেরদৌস, মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান, বর্তমান বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য এবং জাতীয় শিক্ষক ও পেশাজীবী নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ডিএলএম গ্রুপের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সদস্য এমএ মতিন এমবিএ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এহতেশামুল হাসান ভূঁইয়া রুমীর নাম। সাজ্জাদ হোসেন : গত শতকের ৮০-এর দশকের কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে প্রয়াত মতিন খসরুর স্নেহ-ছায়া পাওয়া এই ছাত্র নেতা এখন কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জানান, নেতার শূন্য হওয়া স্থানটি পূরণ হওয়ার নয়। তবুও এগিয়ে যেতে হবে। নিজে প্রার্থিতা হওয়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেন তার পক্ষে কাজ করার অঙ্গীকার আছে। তবে আমিও দলের কাছে মনোনয়ন চাইব। আবু সালেহ মোহাম্মদ সেলিম রেজা সৌরভ :একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, বর্তমানে কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ নিজেকে প্রয়াত নেতার স্নেহভাজন উল্লেখ করে শূন্য হওয়া এই আসনে নিজেকে এমপি প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস :আবদুল মতিন খসরুর ভাই তিনি। শূন্য এই আসনটিতে প্রার্থিতার বিষয়ে তিনি জানিয়েছেন আবদুল মতিন খসরুর ছেলে মুনেফ ওয়াসিফ ও মেয়ে ডা. উম্মে হাবিবা দিলশাদ মুনমুন যদি র্প্রার্থী না হয় তবে আমার আসন্ন উপনির্বাচনে র্প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। অ্যাডভোকেট আবুল হাশেম খান :বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি। তিনি শূন্য আসনটিতে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আবদুল মতিন খসরুর সঙ্গে আমার পথ চলা ১৯৬৯ সাল থেকে। মৃত্যুর আগ পর্যন্ত ৫২ বছর আমাদের একসঙ্গে রাজনীতি। এক দিনের জন্যও কেউ কাউকে ছেড়ে যাইনি। বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার বলেন, প্রয়াত মতিন খসরুর পরিবারের চারজন রয়েছেন। যদি তাদের কেউ নির্বাচনে না আসেন, তাহলে আমরা সবাই বসে সিদ্ধান্ত নিব। দল যাকে মনোনয়ন দেয় আমরা তার পক্ষে কাজ করব। এ সময় তিনি নিজেও প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানান। অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক :বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব, জগন্নাথ বিশ্ববিদালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্র ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় এই নেতা মতিন খসরুর আসনে মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করে বলেন, আমি তিনবার মনোনয়ন চেয়ে পাইনি। এবারও চাইব। যদি পাই তবে প্রয়াত এমপি মতিন খসরু অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তিনি আরো বলেন জননেতা অ্যাড আব্দুল মতিন খসরু এমপি, র শান্তি ও সম্প্রীতির বুড়িচং ব্রাহ্মণপাড়া চলমান রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নিতে একজন তাগী, শিক্ষিত, শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার মতো মতিন খসরু’র যোগ্য আদর্শ মনে প্রাণে যিনি ধারণ করবেন তার মতো নেতৃত্ব আমরা আশা করি। মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান :তিনি বলেন, আমি প্রার্থী হতে ইচ্ছুক। দল মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচন করব। আবদুস সালাম বেগ বলেন; সদস্য কুমিল্লা দঃ জেলা আওয়ামী, সাবেক যুগ্ম আহবায়ক কুমিল্লা শহর যুবলীগ, সাবেক ছাএলীগ নেতা বুড়িচং উপজেলা শাখা। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন এ আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এ দলের সিদ্ধান্তে নির্বাচন না করে আমার কর্মীদের নিয়ে নৌকার পক্ষে কাজ করি, দলের নিবেদিত কর্মী হিসেবে দলের কাছে মনোনয়ন চাইব, দল মনোনয়ন দিলে সবাই কে সাথে নিয়ে নির্বাচন করব। জাহাঙ্গীর খান চৌধুরী এ আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘দল যদি মনোনয়ন দেয়, তবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি।’ অ্যাডভোকেট আবদুল বারি এই আসনে সংসদ সদস্য পদে প্রার্থিতার ইচ্ছার কথা জানিয়ে বলেন, দল চাইলে আমি অবশ্যই প্রার্থী হতে রাজি আছি। ডিএলএম গ্রুপের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সদস্য এমএ মতিন এমবিএ মতিন খসরু’র স্নেহভাজন লোক দাবী করে বলেন, আমি প্রার্থী হতে ইচ্ছুক। দল মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচন করব। সকলের প্রিয়নেতা মরহুম আব্দুল মতিন খসরু এমপি ও মরহুম অধ্যাপক মোঃ ইউনুস সাহেবের কার্যক্রমের ধারা অব্যাহত রেখে বুড়িচং ব্রাহ্মণ পাড়ার সকল দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামীদিনের আধুনিক বুড়িচং ব্রাহ্মণপাড়া বিনির্মানে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করব। তবে আমিও প্রার্থী হতে ইচ্ছুক।
০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
আব্দুল মতিন খসরু’র শূন্য আসনে প্রার্থী এক ডজন
-
আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি - প্রকাশিত : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- 62
ট্যাগ :
জনপ্রিয়





















